IPL 2023: বিরাটের পাল্টা শুবমানের শতরান, মুম্বইকে প্লে-অফে পৌঁছে দিল গুজরাট
May 22 2023, 12:13 AM ISTরবিবার শেষ হল এবারের আইপিএল-এর লিগ পর্যায়ের লড়াই। আগামী রবিবার শেষ হচ্ছে আইপিএল। আর মাত্র কয়েকটি ম্যাচ বাকি। চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০ লিগ।