সংক্ষিপ্ত
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম ভালো পারফরম্যান্স শুবমান গিলের। আইপিএল-এও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন গুজরাট টাইটানসের তরুণ ওপেনার।
আইপিএল-এ গুজরাট টাইটানসের প্রথম ব্যাটার হিসেবে শতরান করলেন শুবমান গিল। সোমবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অসাধারণ ইনিংস খেললেন শুবমান। তাঁর দলও সহজ জয় পেল। প্লে-অফেও পৌঁছে গেল গুজরাট টাইটানস। ম্যাচ শেষ হওয়ার পর এই তরুণ ব্যাটার বলেছেন, 'আমি আইপিএল-এ প্রথম ম্যাচ খেলি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ওদের বিরুদ্ধেই আইপিএল-এ প্রথম শতরান করলাম। ফলে আমার জীবনের একটি বৃত্ত সম্পূর্ণ হল। আশা করি আরও অনেক শতরান করতে পারব। বিপক্ষ দলে বোলার হিসেবে কারা আছে এবং পরিস্থিতি কেমন, সেটা বিচার করেই আমি খেলি। আমি এর আগের ইনিংস নিয়ে বেশি ভাবি না। বর্তমান পরিস্থিতির উপরেই আমি গুরুত্ব দিই। এই ইনিংসে অভিষেক শর্মার বলে যে ওভার-বাউন্ডারি মারতে পেরেছি, সেই শটটা আমার কাছে সবচেয়ে আনন্দদায়ক ছিল। ওকে আমি বলে রেখেছিলাম, তুমি যদি আমার বিরুদ্ধে বোলিং করো, তাহলে তোমার বলে ছক্কা মারব।' ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের হয়ে একসঙ্গে খেলেন শুবমান ও অভিষেক। ফলে তাঁরা একে অপরের খেলার বিষয়ে ভালোভাবেই পরিচিত। সেই কারণেই অভিষেকের বলে ওভার-বাউন্ডারি মেরে খুশি হয়েছেন শুবমান।
জয়ের পর গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেছেন, ‘দলের সবার জন্য আমি গর্বিত। আমরা পরপর ২ বার আইপিএল-এর প্লে-অফে পৌঁছে গেলাম। দলের সবাই কঠিন পরিস্থিতিতে পাল্টা লড়াই করেছে। আমরা যোগ্য দল হিসেবেই প্লে-অফে পৌঁছে গিয়েছি। আমাদের উপর প্রত্যাশার চাপ থাকবেই। দলের সবার উপর নজর দেওয়া আমার জন্য জরুরি ছিল। আমরা অনেককিছুই ঠিকঠাক করতে পেরেছি। আমরা অনেক ভুলও করেছি। কিন্তু আমরা কোনও সময়ই ম্যাচ থেকে হারিয়ে যাইনি। আমরা ধারাবাহিকতা দেখানোর চেষ্টা করেছি। বোলাররা আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকে। অনেক সময়ই ব্যাটাররা যাবতীয় কৃতিত্ব নিয় চলে যায়। কিন্তু আমি সবসময় বোলারদের অধিনায়ক। বোলাররা যাতে কৃতিত্ব পায়, সেটা আমি নিশ্চিত করার চেষ্টা করি।’
২০ রান দিয়ে ৪ উইকেট নেওয়া মহম্মদ সামি বলেছেন, ‘আমি নিজের ক্ষমতা অনুযায়ী বোলিং করার চেষ্টা করছিলাম। ওদের ব্যাটাররা যাতে রান করতে না পারে, সেই চেষ্টাও করছিলাম। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের মতোই বল স্যুইং করছিল। আমি সঙ্গী হিসেবে মোহিত শর্মার মতো একজন পেসারকে পেয়ে লাভবান হয়েছি। ও বলের বৈচিত্র বুদ্ধি করে কাজে লাগায়।’
আরও পড়ুন-
IPL 2023: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সহজ জয়, প্লে-অফে গুজরাট টাইটানস
IPL 2023: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে স্লো ওভার রেট, নীতীশ রানার ২৪ লক্ষ টাকা জরিমানা
IPL 2023: ৫৯ রানে অলআউট রাজস্থান রয়্যালস, ১১২ রানে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর