সেনাবাহিনী জানিয়েছে, সকাল ৯টা ১৫ মিনিটে বিমানটির এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সেনাবাহিনী জানিয়েছে যে বোমডিলার পশ্চিমে মান্ডলার কাছে এটি ভেঙে পড়ে বলে জানা গেছে।
বিমান ভেঙে পড়ার পরই বালতি নিয়ে বিমানে জল ঢেলে আগুন নেভানের চেষ্টা করেছিলেন তাঁরা। আর সেই কারণেই কৃতজ্ঞতা স্পরূপ চাথিরামের বাসিন্দাদের সেনা হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সেনার তরফে।
৮ ডিসেম্বর দুর্ঘটনার মুহূর্তের ভিডিও ধরা পড়েছিল ওই এলাকার খুব কাছে থাকা এক ব্যক্তির মোবাইলে। সেই ভিডিও পরীক্ষা করে দেখার জন্য ইতিমধ্যেই সেই মোবাইল জমা নেওয়া হয়েছে। মোবাইলটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনা কেড়েছে নায়ক জিতেন্দ্র কুমার বর্মার প্রাণ। তাঁতে হারিয়ে শোকস্তব্ধ মধ্যপ্রদেশ। রবিবার তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা জাানিয়ে এবার মধ্য প্রদেশ রাজ্য সরকারের ঘোষণা।
জেনারেল বিপিন রাওয়াতের (Gen Bipin Rawat) দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের শেষ ভিডিও ধার পড়ল এক ফটোগ্রাফারের ক্যামেরায়। কী ঘটেছিল, কী বলছেন তিনি?