Hrithik roshan News -

13 Stories
Asianet Image

Happy Birthday Hrithik Roshan : পরিবারে এল নতুন অতিথি, ৪৮-তম জন্মদিনে 'মোগলি'কে স্বাগত হৃত্বিকের

Jan 10 2022, 10:06 AM IST

জীবনের ৪৭ টি বসন্ত পেরিয়ে ৪৮-এ পা দিলেন বলিউডের সুপারস্টার হৃত্বিক রোশন।  হৃত্বিক  মানেই টানটান উত্তেজনা। জন্মদিনের কিছুদিন আগে থেকেই সেলিব্রেশন মুডে ছিলেন হৃত্বিক। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। এবারে জন্মদিনে হৃত্বিকের পরিবারে এল নতুন অতিথি। এবং সেই খবর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন স্বয়ং হৃত্বিক রোশন। বলিউড অভিনেতা হৃত্বিক রোশন ৪৮-তম জন্মদিনে চারপেয়ে সন্তান মোগলিকে  তার পরিবারে স্বাগত জানিয়েছেন। পরিবারের নয়া সদস্যর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা।

Top Stories