IIFA Awards News -

7 Stories

অবশেষে মিলল বিদেশে যাওয়ার অনুমতি, বড়সড় স্বস্তি পেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ

May 29 2022, 02:56 PM IST
বড়সড় স্বস্তি পেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। সময়টা যে মোটেই ভাল যাচ্ছে না জ্যাকলিন ফার্নান্ডেজের। কয়েক মাস আগেও লুকআউট নোটিস জারি হয়েছিল জ্যাকলিনের বিরুদ্ধে। এমনকী গত ডিসেম্বর মাসেই দুবাই যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হয় অভিনেত্রীকে। এবার ১৫ দিনের জন্য দেশের বাইরে যেতে চান জ্যাকলিন, সেইমতো দিল্লির এক আদালতে আবেদনও করেছেন নায়িকা, দেশের বাইরে যাওয়ার অনুমতি কী মিলবে জ্যাকলিনের, তা নিয়েও জোর জল্পনা। অবশেষে জট কাটল। দেশের বাইরে যাওয়ার অনুমতি পেলেন জ্যাকলিন। বলিউড পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড-এ আবু ধাবি যাচ্ছেন জ্যাকলিন। তিন দিন ব্যাপী এই আইফা অ্যাওয়ার্ডসে উপস্থিত থাকছেন অভিনেত্রী। তবে যাওয়ার অনুমতি যেমন পেয়েছেন তেমনই রয়েছে বেশ কিছু শর্ত। শনিবার দিল্লি আদালতের তরফে এলওসি স্থগিত করে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ফের পিছিয়ে গেল IIFA , কবে থেকে শুরু হচ্ছে 'আইফা অ্যাওয়ার্ড', রইল দিনক্ষণ

May 27 2022, 04:48 PM IST
একের পর এক তারিখ বদল। কিছুদিন আগেই জানা গিয়েছিল চলতি বছরে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান আবুধাবির ইয়াস আইল্যান্ডের ইতিহাদ এরিনায় অনুষ্ঠিত হবে। আইফা অ্যাওয়ার্ডস-এরে অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পরে জানানো হয় করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত হয়ে যায়। ফের নতুন দিন ঘোষণা হয়। জানা যায় ২২ তম আইফা অ্যাওয়ার্ডস আগামী ২০ ও ২১ মে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সেই দিনও চলে গেছে। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির আয়োজকরা ফের নয়া তারিখ ঘোষণা করেছে। নয়া ঘোষণায় জানানো হয়েছে, আগামী ২ জুন থেকে তিন দিন ব্যাপী এই আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে।

More Trending News

Top Stories