সংক্ষিপ্ত
আইফা ২০২২ এ কেদারনাথ অভিনেত্রী তাকে কাকা বলে সম্মোধন করেন। সলমান খান তার সেই সম্মোধনে কী প্রতিক্রিয়া জানিয়েছেন দেখে নিন।
সলমান খান কি সারা আলী খানের কাকা? আজ্ঞে না। তবুও আইফা ২০২২ এর মঞ্চে সারা সলমান কে কাকা বলে সম্মোধন করেন। আসলে সারা আলি খান আর সলমান খান দুজনেই কমিক টাইমিং এর জন্য বিখ্যাত। আইফা ২০২২ এ, সারা আলি খান এবং সলমান খান একই মঞ্চ ভাগ করেছিলেন এবং তারপর যা ঘটেছে তা আপনাকে হাসতে বাধ্য করবে। সলমান খান আইফা ২০২২ অ্যাওয়ার্ড শোটি হোস্ট করেছিলেন এবং সারা আলি খান মঞ্চে এসে তাকে কাকা বলে সম্মোধন করেন! সারা আলি খান রসিকতা করে বলেছিলেন যে তিনি সলমান খান ' কাকা'র সাথে কিছু ব্র্যান্ড সেট আপ করতে চান। সারার কাকা ডাকে তিনি কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? সলমান খান এটাকে স্পোর্টিংলি নিয়ে উত্তরে বলেন যে সারা আলি খান তাকে কাকা বলে সম্মোধন করে একটি চলচ্চিত্র হারালেন। তিনি বলেছিলেন যে যেহেতু তিনি তাকে কাকা বলে ডাকলেন, সারা আলি খান আর তার নায়িকা হতে পারবেন না। আর তাদের এই কাণ্ডে সবাই হাসাহাসি করছিল।
আইফা ২০২২ এ, কেরিয়ারের শুরুর দিনের কথা স্মরণ করে সলমান খান আবেগের বসে কান্নায় ভেঙে পড়েছিলেন। তিনি জানান যে সেইসময় তার একটাই টি শার্ট ছিল। সেসময় সুনীল শেঠি তাকে একটা টি-শার্ট উপহার দিয়েছিল। তিনি বলেন, 'যখন আমার কাছে কোনো টাকা ছিল না, তখন অভিনেতা সুনীল শেঠির মিসচিফ নামে একটি দোকান ছিল এবং আমি সেখানে একজোড়া স্টোন ওয়াশ জিন্স, বুট এবং একটি পার্স দেখছিলাম। আমি জানতাম যে সেসব কেনার টাকা আমার নেই। কিন্তু সুনীল আন্না (দাদা) আমার চোখ দেখে তা বুঝতে পেরেছিল এবং তখনই তিনি সিদ্ধান্ত নিয়ে নেন যে আমার যেগুলো পছন্দ হয়েছে সেগুলো তিনি আমাকে উপহার দেবেন।'
আরও পড়ুন :
'রকেট্রি' তে ক্যামিও করে কত পারিশ্রমিক নিলেন কিং খান? শুনলে চমকে উঠবেন!
আলিয়ার সঙ্গে সম্পর্ক কেমন, হলিউড প্রজেক্ট নিয়ে প্রশ্ন করতেই বোমা ফাটালেন নীতু কাপুর
অপেক্ষার শেষ, অজয়-টাব্বু জুটির হাত ধরেই মুক্তির অপেক্ষায় Drishyam 2
তিনি রমেশ তৌরানির কথাও বলেন এবং বলেন, 'ছয় মাস আমার কোনো ছবি ছিল না। তখন আমার জীবনে একজন দেবতুল্য মানুষ আসেন- রমেশ তৌরানি। সেই সময় আমার বাবা জেপি সিপ্পির কাছ থেকে ২০০০ টাকা নিয়ে একটি ফিল্ম ম্যাগাজিনে মিথ্যা ঘোষণা করেছিলেন। আমার হাতে কোনো ফিল্ম ছিল না। সেসময় রমেশ তৌরানি সিপ্পির অফিসে গিয়েছিলেন এবং তিনি সেই সময় তাকে গানের জন্য ৫ লাখ টাকা দিয়েছিলেন এবং এভাবেই আমি পাথর কে ফুল ছবিটি পেয়েছিলাম।'