নগদে বা অনলাইনে বড় অঙ্কের লেনদেন করছেন? আয়কর দফতরের রক্তচক্ষু এড়াতে কী করবেন?
Dec 18 2024, 06:25 PM ISTভারতে আয়কর সংক্রান্ত নিয়ম অত্যন্ত কঠোর। আয়কর দফতরের নজরদারি সর্বত্র। সাধারণ মানুষের নগদ ও অনলাইনে লেনদেন আয়কর বিভাগের নজর এড়ায় না। আর্থিক অপরাধ সংক্রান্ত বিষয়ে কড়া নজর রাখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।