Budget 2025: নির্মলার বাজেটে এই ৫টি ঘোষণায় স্বস্তি মধ্যবিত্ত করদাতাদের
- FB
- TW
- Linkdin
বাজেট ২০২৫
আর মাত্র কয়েক দিন পরেই ২০২৫ সালের বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ। এই বাজেটে মধ্যবিত্তদের সুরাহার জন্য কী কী থাকতে পারে তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে।
সুপারিশ
বাজেট ২০২৫-এর জন্য ইতিমধ্যেই অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা ট্যাক্স কমানোর সুপারিশ করেছেন।
সুপারিশে দাবি
অর্থনীতিবিদ ও শিল্প প্রতিনিধিরা সুপারিশে বলেছেন ট্যাক্স যদি কমানো হয় তাহলে মানুষের হাতে খরচের জন্য বেশি টাকা থাকবে।
বাড়বে জিডিপি
কেন্দ্রীয় সরকারকে যে সুপারিশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, বলা হয়েছে মানুষ যদি বেশি পয়সা খরচ করে তাহলে দেশের জিডিপি বাড়বে।
ট্যাক্স বিশেষজ্ঞদের মত
ট্যাক্স বিশেষজ্ঞদের মতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ যদি এই পাঁচটি সুপারিশ করে তাহলে তাদের করদাতাদের সুবিধে হবে আর বাড়বে দেশের জিডিপি। সুপারিশগুলি হল
ইনকাম ট্যাক্সের হার কমানো
সরকার বার্ষিক ১৫-২০ লাখ টাকা পর্যন্ত ইনকাম সিলিংয়ের জন্য ট্যাক্স কমাতে পারে। বর্তমানে ইনকাম ট্যাক্সের পুরনো পদ্ধতিতে বর্ষিক ১০ লক্ষ টাকার বেশি আয়ের ওপর সর্বোচ্চ ৩০ শতাংশ ট্যক্স আরোপিত হয়। নতুন পদ্ধতিতে ১৫ লক্ষ টাকার বেশি আয়ের ওপর ৩০ শতাংশ ট্যাক্স দিতে হয়।
ট্যাক্স কমানোর আবেদনের কারণ
বিশেষজ্ঞদের মতে গত কয়েক বছর বেড়েছে মুদ্রস্ফীতি। যার কারণে দিল্লি মুম্বই, বেঙ্গালুরুর মত বড় শহরগুলিতে ১৫-২০ লক্ষ টাকা আয় করা পরিবারের জন্য জীবিকা নির্বাহ করতে সমস্যা তৈরি হচ্ছে। ট্যাক্স কমালে সংশ্লিষ্ট পরিবারগুলি অন্যখাতে খরচ বাড়াতে পারে।
সিনিয়র সিটিজেনদের জন্য সুবিধে
সরকার প্রবীণ নাগরিকদের জ্য এক্সস্পশন লিমিট বাড়ালে সুবিধে পাবেন এই শ্রেণির করদাতারা। বর্তমানে প্রবীণ নাগরিকদের জন্য কোনও আলাদা এক্সেস্পশন লিমিট নেই। ট্যাক্স বিশেষজ্ঞদের মতে সরকার এই লিমিট ১০ লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যেতে পারে।
হোম লোনের ওপর ছাড়়
বর্তমানে হোম লোনের ইন্টারেস্ট ও প্রিন্সিপাল দুটির ওপরই ছাড় পাওয়া যায়। তবে এটি শুধুমাত্র ইনকাম ট্যাক্সের পুরনো পদ্ধতির ট্যাক্সপেয়ার জন্যই প্রযোজ্য। ট্যাক্স বিশেষজ্ঞদের মতে সেকসন ২৪বি অনুযায়ী হোম লোনের ইন্টারেস্টের জন্য যে ২ লক্ষ টাকার বার্ষিক ডিডাকশন পাওয়া যায় তা বাড়িয়ে ৩ লক্ষ বা তারও বেশি করা উচিৎ।
স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের ওপর ছাড়
ইনকাম ট্যাক্সের সেকশন ৮০ডি অনুযায়ী স্বাস্থ্যবিমা প্রিমিয়ামের ওপর ডিডাকশন পাওয়া যায়। যদি কোনও ব্যক্তির বয়স ৬০ বছরের কম হয় তাহলে তাঁকে স্বাস্থ্য বিমান প্রিমিয়ামের ওপর বার্ষিক ২৫০০০ টাকার ছাড় দেওয়া যেতে পারে। আর ৬০এর ওপর হল ৫০ হাজার টাকা ছাড় দেওয়া যেতে পারে। এতে বিমা আরও বেশি নাম নথিভুক্ত হওয়ার সুয়োগ রযেছে।