India vs Pakistan Videos -

304 Stories
01:46

দশ বছরের বিচারে ভারত না পাকিস্তান কে এগিয়ে, দেখে নিন

Oct 23 2021, 05:35 PM IST
টি-২০ বিশ্বকাপের দিকে তাকিয়ে এখন ক্রিকেটপ্রেমীরা। ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ দেখার অপেক্ষায় এখন সকলে। টি-২০ বিশ্বকাপের নিরিখে ভারত এগিয়ে পাকিস্তানের থেকে। আগে ৫ বারের লড়াইয়ে ৫ বারই জয়ী ভারত। গত দশ বছরের বিচারে অবশ্য ভারত-পাকিস্তান সমানে সমানে। তবে ভারত কিছুটা এগিয়েই রয়েছে। দশ বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১১৫ টি ম্যাচ খেলেছে ভারত। অন্যদিকে, ১২৯ টি ম্যাচ খেলেছে পাকিস্তান। গত ১০ বছরে মোট ৭৩ টি ম্যাচ খেলেছে ভারত। অন্যদিকে, পাকিস্তান জিতেছে মোট ৭৭ টি ম্যাচ। ১০ বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিচারে পাকিস্তান বেশি বার জিতেছে। দুই দলেরই অবশ্য ২টি ম্যাচে টাই রয়েছে। গত ১০ বছরে অবশ্য ভারতের জয়ের হার ৬৩.৫ শতাংশ। পাকিস্তান সেখানে কিছুটা পিছিয়ে ৫৯.৭ শতাংশে রয়েছে।

More Trending News

Top Stories