ছিঃ ছিঃ! বাবার চর্চিত প্রেমিকা ফতিমাকে চুমু খাচ্ছেন ইরা, সাহসী ছবিতে নেটিজেনদের কড়া জবাব আমির কন্যার
May 16 2022, 02:55 PM ISTসদ্যই ২৫-এ পা দিয়েছেন আমির কন্যা ইরা খান। অভিনয়ে না এসেও শিরোনামে কীভাবে থাকতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত আমির কন্যা ইরা খান। ইরার জন্মদিন উপলক্ষ্যেই আমির খান ও রিনা দত্তকেও দেখা গিয়েছিল একসঙ্গে। হলুদ রঙের বিকিনি, ঠিকরে বেরোচ্ছে বক্ষ-বিভাজিকা। মাথার চুল উঁচু করে বাধা, তাতে আটকানো সানগ্লাস। ইরাকে ঘিরে রয়েছে বাবা আমির খান, মা রিনা দত্ত ও ভাই আজাদ। এই বার্থ-ডে পার্টির ছবি নেটদুনিয়ায় পোস্ট করতেই ধেয়ে এসেছে অশ্লীল কটাক্ষ। বাবা ও মায়ের সামনে বিকিনিতে ইরাকে দেখেই নোংরা মন্তব্য, সমালোচনা করেছেন নেটিজেনদের একাংশ। এবার জন্মদিনের অদেখা ছবি পোস্ট করে নেটিজেনদের পাল্টা তোপ দাগলেন ইরা খান।