Kartik Aaryan News -

35 Stories

'আশিকী ৩' ছবিতে লিড হিরোর চরিত্রে কার্তিক আরিয়ান, জল্পনার অবসান ঘটিয়ে দিলেন সুখবর

Sep 05 2022, 11:11 AM IST
কার্তিক আরিয়ানকে নিয়ে দিন দিন ক্রেজ বেড়েই চলেছে। ইতিমধ্যেই বলি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন কার্তিক। বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ান এখন টিনসেল টাউনের তুরুপের তাস। এই মুহর্তে একগুচ্ছ ছবি রয়েছে তার ঝুলিতে। এবার ব্লকবাস্টার ফ্যাঞ্চাইজি 'আশিকী' ছবির তিন নম্বর ছবিতে লিড হিরোর চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। পরিচালক অনুরাগ বসু পরিচালিত 'আশিকী ৩ ' ছবিতে টি-সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলি অভিনেতা। নিজের সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি জানিয়েছেন 'ভুল-ভুলাইয়া ২' অভিনেতা।