Mahatma Gandhi Videos -

27 Stories
05:48

'ভাবলেন তৃণমূলটা উঠে গিয়েছে, না না ওটা ভুল, তৃণমূলটা জোড়াফুল, এখন সবাই কুল কুল', কেন বললেন মমতা

Oct 13 2022, 07:04 PM IST
ভবানীপুরে বিজয়া সম্মিলনীতে যোগ দেন মমতা। সেখান থেকেই নাম না করে বিজেপি-কে নিশানা করলেন তিনি। এদিন অসুর-বিতর্কে মুখ খুললেন মমতা। এদিন তিনি বলেন, 'গাঁধীজিকে অসুর বানিয়েছেন ! এদের শাস্তি দেবে জনতা'। মমতা আরও বলেন, 'আজ তুমি ক্ষমতায় আছো, এজেন্সিকে ব্যবহার করছো। কাল তুমি ক্ষমতায় না থাকলে, তখন কী হবে? এজেন্সি তোমারই কান মুলে দেবে।' তৃণমূলের রাজনৈতিক অবস্থান আরও একবার স্পষ্ট করে দিলেন মমতা। তিনি বলেন, 'অত সোজা নয়। চারটে ডান্ডা নিয়ে গিয়ে ভাবলেন তৃণমূলটা উঠে গিয়েছে, না না ওটা ভুল, তৃণমূলটা জোড়াফুল, এখন সবাই কুল কুল'।

More Trending News

Top Stories