Mahatma Gandhi Photos -

27 Stories

নেতাজি রহস্যের এক বীজ এখনও কি রয়েছে গান্ধী পরিবারের হাতে, চাঞ্চল্যকর তথ্য দিয়েছিল এই বই

Aug 18 2021, 05:29 PM IST
ভারতসরকারের মতে (Netaji Subhas Chandra Bose) ১৯৪৫ খ্রিস্টাব্দের ১৮ অগাস্ট জাপান-অধিকৃত ফরমোজা দ্বীপে বা বর্তমান তাইওয়ানের তাইহোকু বিমানবন্দরে, এক বিমান দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর (Death Mystry of Netaji Subhash Chandra Bose)। তবে তাঁর মৃত্য়ুর কয়েক ঘন্টা পর থেকেই শুরু হয়েছিল ষড়যন্ত্র তত্ত্বের। যা থেকে আজও বের হতে পরেনি ভারতবাসী। পরবর্তীকালে গুমনামী বাবা নেতাজি কি না, শৈলমারি সাধু নেতাজি কি না, এমন অনেক প্রশ্ন উঠেছে। তবে তাঁর অন্তর্ধান নিয়ে এখনও রহস্য রয়েই গিয়েছে। যদিও, এই রহস্যের অনেকটাই নেহেরু-গান্ধী পরিবারের জানা এবং এই সংক্রান্ত কিছু নথিপত্র এখনও সনিয়া গান্ধীর বাড়িতে কোনও নিরাপদে স্থানে রয়েছে, এমনই সন্দেহ প্রকাশ করেছিলেন আইনজীবী তথা গবেষক রাজেশ তলোয়ার। তাঁর বই 'ভ্যানিশিং অব সুভাষ বোস'-এ (Vanishing Of Subhas Bose)।

More Trending News

Top Stories