সাতপাকে বাঁধা পড়ছেন মিঠুন-মমতা!
Oct 28 2022, 09:36 PM ISTটলিউডে ফিসফাস, মিঠুন চক্রবর্তী-মমতা শঙ্কর নাকি সাতপাকে বাঁধা পড়বেন এই ডিসেম্বরে! সল্টলেকের একটি বাড়িতে তাঁদের এক সঙ্গে দেখাও গিয়েছে। উপস্থিত ছিলেন দেব অধিকারী, অতনু রায়চৌধুরীও। তাঁরাই নাকি নিয়ে উদ্যোগ নিয়ে ঘটকালি করছেন। মিঠুন-মমতাকে এক জোট করার নেপথ্যেও নাকি তাঁরাই। একে একে তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন পরিচালক অভিজিৎ সেন। অম্বরীশ ভট্টাচার্য, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ বসু এবং শ্বেতা ভট্টাচার্য। সবার উপস্থিতিতে বসন্তে নয়, ভরা শীতে ২৩ ডিসেম্বর উড়বে বিয়ের ‘প্রজাপতি’!