সংক্ষিপ্ত
BJP News: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ডাহা ফেল বিজেপি। দলের এই ফল নিয়ে এবার দলের মধ্যেই অন্তর্দ্বন্ধকেই দায়ি করলেন এই বিজেপি নেতা (BJP Bengal)। তিনি বলেন, ''সেই সময় বিজেপির এই খারাপ ফলের জন্য আসলে দায়ি ছিলো দলের ভিতরে অন্তর্দ্বন্ধ।''
BJP News: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ভোটের দিনক্ষণ এখনই ঘোষনা না হলেও এখনও ডামাডোল অব্যাহত বিজেপিতে। এমনিতেই দলের মধ্যে রয়েছে একাধিক গোষ্ঠীকোন্দল। এরই মধ্যে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য শোনা গেল বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর গলায় (Mithun Chakraborty)।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে ডাহা ফেল বিজেপি। দলের এই ফল নিয়ে এবার দলের মধ্যেই অন্তর্দ্বন্ধকেই দায়ি করলেন এই বিজেপি নেতা (BJP Bengal)। তিনি বলেন, ''সেই সময় বিজেপির এই খারাপ ফলের জন্য আসলে দায়ি ছিলো দলের ভিতরে অন্তর্দ্বন্ধ।'' জানা গিয়েছে, এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় ভোটের প্রচারে বেরিয়ে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী দাবি করেছিলেন যে, 'এবার আমরা জিতবই।' কিন্তু একুশের নির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা যায় বঙ্গে জায়গা করতে গিয়ে ডাহা ফেল করেছে পদ্ম শিবির। বাংলায় কেন বিজেপির এই রকম পারফর্ম্যান্স তা নিয়ে কম চর্চা হয়নি। তারপরেও সেভাবে বাংলায় দাঁত ফোটাতে পারেনি বিজেপি।
চব্বিশের লোকসভা নির্বাচনেও বাংলায় কার্যত ভরাডুবি হয় বিজেপির। বিফলে যায় মোদি-শাহের বঙ্গে ডেলি প্যাসেঞ্জারি। যদিও ২৬-এর বিধানসভা নির্বাচন নিয়ে কী ভাবছে বিজেপি (BJP) এই ইস্যুতে প্রশ্ন করা হলে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেন, ''আশা করা যাচ্ছে এবার আগের থেকে অনেক ভালো ফল করবে বিজেপি। এবার সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, আমাকেও আলাদা আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে।''
বারবার কেন বিজেপি বাংলায় পিছিয়ে পড়ছে ? এই বিষয়ে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে- জবাবে মিঠুন চক্রবর্তী বলেন, ''BJP-র খারাপ ফলের জন্য অন্তর্দ্বন্ধ দায়ি ছিল। দলের মধ্যে একতা না থাকায় এতদিন ভালো ফল করতে পারেনি বিজেপি শিবির।'' তিনি আরও জানান, ৯ শতাংশ হিন্দু ভোটার বিজেপিকে ভোট দেয় না। তাঁরা যেন এবার বিজেপিকে ভোট দেয় সেই আর্জিও জানিয়েছেন মিঠুন। তাঁর কথায়, ''এবার বিজেপিকে ভোট না দিলে হিন্দুরা বিপদে পড়বেন।''
অন্যদিকে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর এই দাবিকে নস্যাৎ করেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেন, ''এর আগেও মোদি-অমিত শাহকে পাশে বসিয়ে তিনি বলেছিলেন বাংলায় সদস্য সংখ্যা এককোটি পার করবে বিজেপি। সেটাও হয়নি। এবার এই আশাও পূর্ণ হবে না।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।