কারণ, রবিবার গুয়াহাটিতে সবুজ মেরুন ডিফেন্সের প্রধান দুই ভরসা শুভাশিস বোস এবং আলবার্তো রডরিগেজকে প্রথম একাদশে পাবেন না মোহনবাগান কোচ জোসে মোলিনা।
আইএসএল-এ (ISL) টগবগ করে ছুটছে মোহনবাগান (Mohun Bagan)।
শহরে চলে এলেন মোহনবাগানের নতুন বিদেশি গ্রেগ স্টেওয়ার্ট। শুক্রবার, মধ্যরাতে কলকাতায় পা রাখেন এই স্কটিশ সেন্টার-ফরোয়ার্ড।
মোহনবাগানে (Mohun Bagan) যেন তারুণ্যের জয়গান। দলবদলের বাজারে সবুজ মেরুনে সই করলেন ভারতের উদীয়মান তরুণ গোলরক্ষক ধীরজ সিং (Dheeraj Singh)।
মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকো। তবে নতুন মরসুমে সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে না এই মিডফিল্ডারকে।
নতুন মরসুমে দলবদল চলছে। কর্পোরেট যুগে দলবদল ঘিরে অতীতের মতো উত্তেজনা না থাকলেও, চমক রয়েছে। বিশেষ করে কলকাতার ক্লাবগুলির দলবদল নিয়ে সদস্য-সমর্থকদের আগ্রহ তুঙ্গে।
গুরুত্বপূর্ণ ম্যাচেই বড় দল বা খেলোয়াড়দের সেরা পারফরম্যান্স দেখা যায়। রবিবার ওড়িশা এফসি-র বিরুদ্ধে আইএসএল সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে সেটাই দেখাল মোহনবাগান সুপার জায়ান্ট।
এবারের আইএসএল-এ লিগ পর্যায়ে সবার উপরে শেষ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে সেমি-ফাইনালে প্রথম লেগে ওড়িশা এফসি-কে টেক্কা দিতে পারল না সবুজ-মেরুন।
গতবার আইএসএল চ্যাম্পিয়ন হলেও, লিগ-শিল্ড জেতা হয়নি। এবার সেই অধরা সাফল্যও পেয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সবুজ-মেরুন।
আইএসএল-এ গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট এবারও চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। লিগের শেষ পর্যায়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড।