সংক্ষিপ্ত

আইএসএল-এ (ISL) টগবগ করে ছুটছে মোহনবাগান (Mohun Bagan)। 

সবুজ মেরুন এই মুহূর্তে যথেষ্ট ভালো জায়গাতে রয়েছে। এএফসি-তে আর খেলার সুযোগ না থাকলেও, আইএসএল-এ বেশ ভালো ছন্দে রয়েছে গোটা দল। সবথেকে বড় বিষয় হল যে, প্রাথমিকভাবে একটু হোঁচট খেলেও বেশ বুদ্ধিমত্তার সঙ্গেই টিমকে গুছিয়ে নিয়েছেন হেডকোচ জোসে মোলিনা।

আইএসএল-এ ডার্বি জয় ছাড়াও একের পর এক ম্যাচে জয়। শেষ ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে ড্র করলেও, লিগ টেবিলে অনেকটাই ভালো জায়গায় রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। টিম কম্বিনেশনের দিক দিয়েও ভালো জায়গায় দাঁড়িয়ে আছে গোটা দল। সেইভাবে বড় কোনও চোট আঘাতের সমস্যাও নেই। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আর নতুন কোনও ফুটবলারকে সই করানোর পরিকল্পনা মোহনবাগানের নেই।

অর্থাৎ, এখন আর নতুন করে কোনও খেলোয়াড়কে দলে নেওয়ার পরিকল্পনা নেই টিম ম্যানেজমেন্টের। তাছাড়া মোহনবাগান এখন লিগ টেবিলের দুই নম্বরে রয়েছে।

এদিকে ওড়িশা ম্যাচে পর মোলিনা জানিয়েছিলেন, “আশা করি কয়েকদিনের বিশ্রাম পেয়ে গ্রেগ পরের ম্যাচের আগেই পুরপুরি ফিট হয়ে যাবে। আর দিমিত্রি ভালো খেলেছে। আক্রমণের পাশাপাশি প্রয়োজনে ডিফেন্সকেও সাহায্য করছে ও।” ফলে, এইরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে মোহনবাগান চাইছে এই মোমেন্টামকে ধরে রাখতে। অন্যদিকে, ১৯ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করে দিল মোহনবাগান। এদিন জেসন কামিংস থেকে শুরু করে ম্যাকলারেন কিংবা শুভাশিস প্রত্যেকেই মগ্ন ছিলেন অনুশীলনে।

সবুজ মেরুন ব্রিগেডের পরের ম্যাচ রয়েছে আগামী ২৩ নভেম্বর, জামশেদপুর এফসির বিরুদ্ধে। ঘরের মাঠে সেই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পাওয়াই লক্ষ্য মোহনবাগানের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।