Shocking! আয়কর হানার ভয়ে সিটিয়ে থাকতেন সামান্থা, গোপন কথা ফাঁস করে দিলেন অভিনেত্রী নিজেই
Jul 23 2022, 01:03 PM ISTদক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর প্রতিটা মুহূর্ত জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। বর্তমানে বলিউডের তাবড় তাবড় তারকাদের পিছনে ফেলে প্যান ইন্ডিয়ার এক নম্বর অভিনেত্রী হলেন সামান্থা রুথ প্রভু। কফি উইথ করণ সিজন ৭-এ সেকথা স্বীকারও করে নিয়েছেন করণ জোহর। করণ শো মানেই ব্যক্তিগত কথা উঠে আসবেই আর সামান্থার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলের শেষ নেই আমজনতার। অভিনেত্রর খুটিনাটি জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। ঠিক সেই মতো নাগা চৈতন্যর প্রসঙ্গও উঠে আসে। মাত্র ৪ বছর একসঙ্গে থাকার পরই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে সকলকে চমকে দিয়েছেন নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু। শোনা যায়, ২৫০ কোটি টাকার খোরপোষ নিয়েছে সামান্থা। এ প্রসঙ্গে সামান্থা জানান, এই কথা শোনার পর থেকেই রোজ ভয়ে থাকতাম, আমার বাড়িতে না আয়কর হানা দেন।