Naga Chaitanya News -

16 Stories

'সামান্থা ও আমার রসায়ন সেরা!' তবে কি সামান্থাকে এখনও ভুলতে পারেননি নাগা?

Jul 23 2022, 03:55 PM IST
দক্ষিণী হার্টথ্রব সামান্থা ও নগ চৈতন্যর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে বেশ কয়েক মাস, তারপরেও কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিয়ে চর্চা হতেই থাকে, তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও কি তাঁদের মধ্যে বন্ধুত্ব অটুট আছে? নাকি তাঁদের মুখ দেখা দেখি এবং কথা বলাও বন্ধ? এই নিয়ে কৌতুহলের শেষ নেই ভক্তদের। এবার বোধহয় সেই প্রশ্নের উত্তর পেলেন ভক্তরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য বলেন তাঁর ও সামান্থার রসায়ন সেরা! তাহলে কি এখনও নিজের প্রাক্তন স্ত্রীকে ভুলতে পারেননি নাগা? এখনও তাঁকে চোখে হারান? চলুন জেনে নেওয়া যাক।

More Trending News

Top Stories