প্রধানমন্ত্রী মোদীকে কুয়েতের সর্বোচ্চ সম্মান, প্রতীক দুই দেশের বন্ধুত্বের
Dec 22 2024, 05:13 PM ISTকুয়েত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'অর্ডার অফ মুবারক আল কবির' সম্মানে ভূষিত করেছে। এই সম্মান এর আগে বিল ক্লিনটন, প্রিন্স চার্লসের মতো বিশিষ্ট ব্যক্তিরা পেয়েছেন। এটি প্রধানমন্ত্রী মোদীর ২০তম আন্তর্জাতিক সম্মান।