সীমিত ওভারের সিরিজ (Limited Over Series) খেলতে অস্ট্রেলিয়া (Australia) যাওয়ার কথা ছিল নিউজিল্যান্ডের (New Zealand)। কিন্তু নিউজিল্যান্ডে কোভিড বিধির (Covid Rules)কড়াকড়ির ফলে স্থগিত হয়ে গেল সেই সিরিজ। পরবর্তিতে আলোচনার মাধ্যমে স্থির হবে ওডিআই (ODI) ও টি২০ (T20) সিরিজের দিনক্ষণ।