সংক্ষিপ্ত

ধরমশালার অসাধারণ পরিবেশে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। চলতি ওডিআই বিশ্বকাপে অপরাজিত তকমা ধরে রাখাই রোহিত শর্মার দলের লক্ষ্য।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলে জোড়া পরিবর্তন হল। এই ম্যাচে খেলতে পারছেন না হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর। তাঁদের পরিবর্তে দলে এসেছেন মহম্মদ সামি ও সূর্যকুমার যাদব। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচে ভারতের হয়ে খেলছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ। নিউজিল্যান্ডের হয়ে খেলছেন- ডেভন কনওয়ে, উইল ইয়াং, র‍্যাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

টসে জিতে ভারতের অধিনায়ক রোহিত বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। এই সিদ্ধান্তের পিছনে কোনও বিশেষ কারণ নেই। আমরা গতকাল এখানে অনুশীলন করেছি। শিশির পড়ছে বলে মনে হয়েছে। পিচ দেখে ভালো বলেই মনে হচ্ছে। আমরা রান তাড়া করে জয় পাব বলেই আশা করছি। আমাদের দলের ছন্দ ধরে রাখা অত্যন্ত জরুরি। অতীতে কী হয়েছে সেটা ভুলে যেতে হবে। আমাদের ভালো পারফরম্যান্স দেখিয়ে যেতে হবে। এটা এমন একটা জায়গা যেখানে সবাই আসতে চায় এবং খেলতে চায়। এখানকার আবহাওয়া খুব ভালো। এই স্টেডিয়াম খুব সুন্দর। হার্দিকের পক্ষে খেলা সম্ভব হচ্ছে না। শার্দুলও খেলতে পারছে না। ওদের পরিবর্তে খেলছে সামি ও সূর্য।’

নিউজিল্যান্ডের অধিনায়ক ল্যাথাম বলেন, ‘আমরাও টসে জিতলে প্রথমে ফিল্ডিংই করতাম। ভালো পিচ বলেই মনে হচ্ছে। আমরা জানি, এখানে শিশির পড়বে। আমরা যেটা করছি সেটা ভালোভাবে করা জরুরি। আমরা যে ছন্দে খেলছি সেটা ধরে রাখা জরুরি। আমরা একটা নতুন মাঠে খেলছি। নতুন পরিবেশের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। যত দ্রুত সম্ভব নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের। আজকের ম্যাচে আমাদের দলে কোনও পরিবর্তন হয়নি। গত ম্যাচে যারা খেলেছিল তারাই এই ম্যাচে খেলছে।’

চলতি ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশকে সহজেই হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ভারতীয় দল। কিউয়িদের বিরুদ্ধে জয় পেলেই রোহিতদের সেমি-ফাইনালে খেলা প্রায় নিশ্চিত হয়ে যাবে। সেই কারণেই এই ম্যাচ অত্যন্ত জরুরি। নিউজিল্যান্ডকে হারালে পরের ম্যাচগুলি অপেক্ষাকৃত সহজ হয়ে যাবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D 

আরও পড়ুন-

England vs South Africa: ইংল্যান্ডকে উড়িয়ে সেমি-ফাইনালের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা

David Warner: ওডিআই বিশ্বকাপে সাফল্যের কৃতিত্ব আইপিএল-কে দিলেন ডেভিড ওয়ার্নার

YouTube video player