Nirmala Sitharaman News -

118 Stories

ফের বড় ধাক্কা মধ্যবিত্তের পকেটে, আগুন দাম বাড়ছে ডেয়ারি পণ্যের, নতুন জিএসটি-তে দাম কত হয়েছে?

Jul 18 2022, 12:00 PM IST
ফের মধ্যবিত্তের হেঁশেলে আগুন। এবার থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে আরও বেশি টাকা খরচ হবে। জিএসটি বৃদ্ধির বিষয় নিয়ে বড়সড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ১৮ জুলাই থেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের নয়া দাম কার্যকর হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে ৪৭ তম জিএসটি বৈঠকে এই নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানিয়েছিলেন, ১৮ জুলাই সোমবার থেকেই নতুন পণ্য এবং পরিষেবার উপর জিএসটি হার বাড়বে। কী কী রয়েছে সেই তালিকায়। দই, লস্যি,পনির, বাটার, দুধ, প্যাকেটজাত দুগ্ধ, গমের আটা, মধু, পাপড়, মাছ, মাংস (ফ্রোজেন), মুড়ি, গুড়ের মতো প্রি-প্যাকেজড লেবেলহীন কৃষিপণ্যের দাম বাড়তে চলেছে।