জুলাই মাসের চতুর্থ রবিবার পালিত হয় National Parent’s Day, জেনে নিন দিনটির মাহাত্ম্য
Jul 23 2022, 05:05 PM IST১৯৯৪ সালে রাষ্ট্রপতি বিল ক্লিনটন একটি আইন পাস করেছিলেন। সেই আইন অনুসারে প্রতি বছর জুলাই মাসের চতুর্থ রবিবার পালিত হবে National Parent’s Day। দিনটি ফাদার্স ডে ও মাদার্স ডে-র মতো। কংগ্রেসের রেজোলিউশনে, এটি উল্লেখ করা হয়েছে যে পিতামাতা দিবস, সন্তান লালন-পালনে পিতামাতার ভূমিকাকে স্বীকৃতি, উত্থান ও সমর্থন করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে।