• All
  • 1 PHOTO
  • 1 VIDEO
3 Stories
Asianet Image

Presidential Election 2022 Live: শান্তপূর্ণভাবেই শেষ হল ১৫তম রাষ্ট্রপতি নির্বাচন

Jul 18 2022, 08:47 AM IST

 রাষ্ট্রপতি নির্বাচনে দেশের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন না। তাদের হয়ে অংশ নেন জনপ্রতিনিধিরা। লোকসভা ও রাজ্যসভার সাংসদ ও রাজ্যগুলির বিধানসভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকারী। সেইমত লোকসভার ৫৪৩ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন। তবে রাজ্যসভার ২৪৫ জন সদস্যের মধ্যে ২৩৩ জন ভোটদানের অধিকারী। কিন্তু এবার জন্মু ও কাশ্মীর রাজ্যের তকমা হারানোয় চারটি আসন খালি রয়েছে। সেক্ষেত্রে রাজ্যসভার মাত্র ২২৯ জন সদস্য ভোট দিতে পারবেন। দেশের সবকটি রাজ্যের বিধায়ক হিসেবে ৪ হাজার ৩৩ জন সদস্য ভোট দিতে পারবেন। 
 

Asianet Image

Presidential Election 2022: দ্রৌপদী-যশবন্ত ছাড়া আরও ৫৪ প্রার্থীর মনোনয়ন জমা, চিনুন তাঁদের

Jun 28 2022, 11:42 AM IST

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এখন পর্যন্ত ৫৬ জন প্রার্থী পদ দাখিল করেছেন। এই তথ্য সোমবার অর্থাৎ ২৭ জুন, ২০২২-এর সন্ধে পর্যন্ত। এরমধ্যে সবচেয়ে শক্তিশালী প্রার্থী নিশ্চিতভাবেই দ্রৌপদী মূর্মূ। এছাড়াও বিরোধী শিবিরের অধিকাংশের সমর্থনে প্রার্থী পদ দাখিল করেছেন যশবন্ত সিনহা। এর বাইরেও আরও ৫৪ জন রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা করেছেন। এদের সকলেই যে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তা নয়। কিন্তু, এদের মধ্যে অনেকেই দেশের জনগণকে একটা অন্য ধরনের বার্তা দিতে চান বলেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা করেছেন বলে প্রতিক্রিয়া দিয়েছেন। এই ৫৬ জনের মধ্যে এখানে কিছু জনের সঙ্গে আমরা পাঠকদের পরিচয় করিয়ে দিচ্ছি, যাতে তাঁরা রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়া এই ব্যক্তিগুলির বক্তব্য এবং দর্শনকে অনুভব করতে পারেন। 

Top Stories