debojyoti AN | Published : Jul 18 2022, 08:47 AM IST / Updated: Jul 18 2022, 09:07 PM IST
Presidential Election 2022 Live: শান্তপূর্ণভাবেই শেষ হল ১৫তম রাষ্ট্রপতি নির্বাচন
Presidential Election 2022 Live: শান্তপূর্ণভাবেই শেষ হল ১৫তম রাষ্ট্রপতি নির্বাচন
সংক্ষিপ্ত
রাষ্ট্রপতি নির্বাচনে দেশের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন না। তাদের হয়ে অংশ নেন জনপ্রতিনিধিরা। লোকসভা ও রাজ্যসভার সাংসদ ও রাজ্যগুলির বিধানসভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকারী। সেইমত লোকসভার ৫৪৩ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন। তবে রাজ্যসভার ২৪৫ জন সদস্যের মধ্যে ২৩৩ জন ভোটদানের অধিকারী। কিন্তু এবার জন্মু ও কাশ্মীর রাজ্যের তকমা হারানোয় চারটি আসন খালি রয়েছে। সেক্ষেত্রে রাজ্যসভার মাত্র ২২৯ জন সদস্য ভোট দিতে পারবেন। দেশের সবকটি রাজ্যের বিধায়ক হিসেবে ৪ হাজার ৩৩ জন সদস্য ভোট দিতে পারবেন।
Share this Liveblog
FB
TW
Linkdin
Email
09:05 PM (IST) Jul 18
ক্রস ভোটিংএর অভিযোগ
রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং হয়েছে বলে অভিযোগ উঠেছে। কংগ্রেস, সমাজবাদী পার্টির সদস্যরা যশবন্ত সিনহাকে ভোট না দিয়ে দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছে বলে রাজধানীর গুঞ্জন।
শান্তিপূর্ণ ছিল দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। রাষ্ট্রপতি নির্বাচলে মূল প্রতিদ্বন্দ্বী হলেন দ্রৌপদী মুর্মু ও যশবন্ত সিনহা। চিফ রিটার্নিং অফিসার তথা সেক্রেটারি জেনারেল পিসি মোদী জানিয়েছেন সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়েছিল ভোট গ্রহণ। বিকেল পাঁচটা শেষ হয় ভোট গ্রহণ। ভোটপর্ব ছিল শান্তিপূর্ণ। সংসদে ভোট পড়েছে ৯৮.৯ শতাংশ। আরও বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
কড়া নিরাপত্তায় সড়ক ও আকাশ পথে ব্যালট বাক্স দিল্লিতে নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গেছে। ভোট বাক্সগুলি যাতে বিমান বন্দর থেকে কড়া নিরাপত্তায় সংসদে নিয়ে আসা যায় তারও ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পিসি মোদী।
06:36 PM (IST) Jul 18
ভোটগ্রহণ শেষ
১৬ তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সকাল ১০টায় শুরু হয় এবং বিকেল ৫ টায় শেষ হয়। ৭৩৬ জন নির্বাচকের মধ্যে ৭২৭ জন সংসদ সদস্য এবং ৯ জন সংসদ সদস্যকে নির্বাচন কমিশন ভোট দেওয়ার অনুমতি দিয়েছিল। ৭৩০ জন তাদের ভোট দিয়েছেন। 99.18% ভোটাররা নিবন্ধিত হয়েছে বলে জানিয়েছেন-: পিসি মোদি, সেক্রেটারি জেনারেল, রাজ্যসভা৷
06:32 PM (IST) Jul 18
তৃণমূল-বিজেপি তরজা
রাষ্ট্রপতি নির্বাচনে বিধিভঙ্গ করেছে এই রাজ্যের বিরোধী দল বিজেপি। এই অভিযোগ নিয়েই নির্বাচন কমিশেনর দ্বারস্থ হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে।
দলের নির্দেশ একপ্রকার অমান্য করেই দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের কাঁথির সাংসদ শিশির অধিকারী। তিনি একা নন, তাঁর সঙ্গী ছিলেন তৃণমূল কংগ্রেসের তমলুকের সাংসদ তথা তাাঁর ছেলে দিব্যেন্দু অধিকারী। বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে।
কোভিড-১৯ এ আক্রান্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও কেন্দ্রীয় মন্ত্রী আরকে সিং। অসুস্থ অবস্থাতেই পিপিই কিট পরে করোনাভাইরাস সংক্রান্ত সব বিধি নিষেধ মেনেই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন তাঁরা।
05:21 PM (IST) Jul 18
দিল্লিতে অধীর-বিধানসভায় বিকাশ
সিপিএম এর বিকাশ ভট্টাচার্য রাজ্যসভায় ভোট দেন, অধীর চৌধুরী দিল্লিতে
05:17 PM (IST) Jul 18
তৃণমূল সাংসদদের ভোটের হিসেব
তৃণমূলের লোকসভার অফিসিয়াল এমপি ২৩। শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, শত্রুঘ্ন সিনহা, চৌধুরী মোহন জাটুয়া এই ৪ জন দিল্লিতে ভোট দিলেন । শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর ভোট কোন দিকে পড়তে তা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে।
05:15 PM (IST) Jul 18
পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধায়কদের ভোটের হিসেব
এটা শুধু মাত্র বিধায়কদের হিসাব। ২৯৪ জনের মধ্যে ২৯১ জন ভোট দিলেন। হাসনাবাদের রফিকুল ইসলাম হজ করতে গিয়েছেন, বাম সমর্থিত ISF MLA নৌশদ সিদ্দিকি ভোট দেন নি। আর সাধন পান্ডের সিট খালি আছে।
03:51 PM (IST) Jul 18
ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
সোমবার উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টো নাগাদই বিধানসভায় পৌঁছে গিয়েছিলেন। তবে ভোট দেন বেলা সাড়ে তিনটে নাগাদ। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতা পুরসভার প্রধান ফিরহাদ হাকিম।
03:48 PM (IST) Jul 18
ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গ বিধানসভায় থেকেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
03:47 PM (IST) Jul 18
ভোট দিলেন রাহুল গান্ধী
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সংসদে এসে তিনি ভোট দেন।
03:47 PM (IST) Jul 18
ভোট দিলেন সনিয়া গান্ধী
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন সনিয়া গান্ধী, শশী থারুর, মল্লিকার্জুন খাড়গে। বিরোধী দলের সদস্যরা নিজেদের মতামত জানিয়েছেন ভোটবাক্সে।
02:34 PM (IST) Jul 18
ক্রস ভোটিং এর দাবি বিজেপি
বিজেপির অনেক নেতাই জানিয়েছেন এই রাজ্য ক্রস ভোটিং হবে। রাজ্যের তৃণমূলের প্রতীকে জেতা আদিবাসী বিধায়করা এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন। কিন্তু বিজেপি দাবি উড়িয়ে দিল তৃণমূল। আদিবাসী বিধায়ক বীরবাহা হাঁসদার দাবি দ্রৌপদী মুর্মু আদিবাসী সমাজের মানুষ নন। তিনি নিজেকে হিন্দু বলেও দাবি করেন।
02:31 PM (IST) Jul 18
বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ
বিজেপির বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন বিজেপি বিধায়করা পানচি পরে ভোট দিয়েছেন। এটি আদিবাসী সংস্কৃতির প্রতীক। বিজপির পোলিং এজেন্টও পানচি পরে বসেছিলেন।
02:29 PM (IST) Jul 18
পশ্চিমবঙ্গ বিধানসভায় রাষ্ট্রপতি ভোট
বিধানসভায় এসে ভোট দিলেন জুন মালিয়া, ডেরেক ওব্রায়ন, মদন মিত্র। ্ অর্জুন সিং-এর মত সদ্য দলবলু বিধায়করাও এদিন ভোট দিয়েছেন এই রাজ্য থেকে ভওট দেবেন ৩৩৪ জন।