Prosenjit Chatterjee Photos -

45 Stories

পয়লা বৈশাখ কেমন কাটছে টলি তারকাদের, দেখে নিন নববর্ষ সেলিব্রেশনের কিছু ঝলক

Apr 15 2022, 05:43 PM IST
'এসো হে বৈশাখ এসো এসো'। চৈত্রকে বিদায় জানিয়ে বৈশাখকে স্বাগত। আজ ১৫ এপ্রিল, বাঙালির নববর্ষ উৎসব। নববর্ষের প্রথম দিন ভালো কাজ করলে সারা বছর ভাল কাটে, তেমনটাই মনে করা হয়। এই বিশেষ দিনটি বাঙালি খুব ধুমধাম করেই পালন করে। তবে গত কয়েকবছরে করোনার জন্য উৎসবের রং অনেকটাই ফিকে ছিল। কিন্তু করোনার প্রকোপ কমতেই ফের ছন্দে ফিরেছে বাঙালি। চলতি বছর খুব ধুমধাম করেই হচ্ছে নববর্ষ পালন। ১৪২৯-কে স্বাগত জানাতে তৈরি আমাপর বাঙালি। পয়লা বৈশাখ মানেই, শাড়ি, কপালে টিপ, মাথায় ফুল যেন মাস্ট। বাংলা নববর্ষের সঙ্গে যেন নস্টালজিয়া জড়িয়ে রয়েছে সকলের। পয়লা বৈশাখ মানেই নতুন জামা, বিকেল হলেই বাড়ির বড়দের সঙ্গে পাড়ার সোনার দোকানে হালখাতা করতে যাওয়া মিষ্টিমুখ করা, তার সঙ্গে উপরি পাওনা বাংলা ক্যালেন্ডার। এসব স্মৃতিই পয়লা বৈশাখের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। তবে কেমন কাটছে টলি তারকাদের পয়লা বৈশাখ, দেখে নিন একনজরে।

More Trending News

Top Stories