'টেনিস ছেড়ো না,' শেষ লড়াইয়ে জয় পাওয়ার পর নাদালকে বার্তা জকোভিচের
Oct 20 2024, 12:03 PM ISTগত দুই দশকে আন্তর্জাতিক টেনিসের তিন নক্ষত্র রজার ফেডেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। ফেডেরার ইতিমধ্যেই অবসর নিয়েছেন। এবার নাদালও অবসর নিতে চলেছেন। তবে জকোভিচ এখনই অবসরের কথা ভাবছেন না।