Munmun Sen : দুই মেয়েকে নিয়ে স্বামী ভরত দেব বর্মার জন্মদিন সেলিব্রেট করলেন মুনমুন সেন
Sep 02 2022, 11:06 PM ISTনিজের দুই মেয়েকে নিয়ে স্বামী ভরত দেব বর্মার জন্মদিন সেলিব্রেট করলেন মুনমুন সেন। স্বামীর জন্মদিন পালনে মেতে উঠলেন মুনমুন সেন। বৃহস্পতিবার ছিল মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মার জন্মদিন। দুই মেয়ে রিয়া ও রাইমা, স্বামী ও কাছের বন্ধু বান্ধবদের নিয়েই নামজাদা রেস্তোরায় সেলিব্রেট হল জন্মদিন।