"হর ঘর তিরঙ্গা" অভিযানকে উৎসাহ দিচ্ছেন সদগুরু, অচেনা বিপ্লবীদের উপর আলোকপাত
Aug 14 2022, 11:28 PM IST'হর ঘর তিরঙ্গা অভিযান'-এ অংশগ্রহণের জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করে সদগুরু বলেছিলেন যে তেরঙা, প্রিয় ভারতের প্রতীক, অঞ্চল, ধর্ম, বর্ণ এবং গোষ্ঠীর বাইরে গিয়ে প্রতিটি ভারতবাসীকে এক করে তোলে। আমাদের জাতীয়তার এই প্রতীকটি আমাদের হৃদয়ে ও মনে টিঁকে থাকুক