কাশী বিশ্বনাথ ধাম-এর (Kashi Vishwanath Dham) পুনর্গঠনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যাথকে (Yogi Adityanath) কৃতজ্ঞতা জানালেন বিশিষ্ট ধর্মীয় গুরু, সদগুরু (Sadhguru)। শুধু ভারত নয়, কাশীর পুনর্গঠন গোটা বিশ্বের জন্যই দারুণ গুরুত্বপূর্ণ।