কখনও প্রকাশ্যে শুবমনকে জন্মদিনের শুভেচ্ছা জানানো, কখনও বা সুস্থতা কামনা, আবার কখনও শুবমানের খেলা দেখে গ্যালারিতেই উঠে দাঁড়িয়ে হাততালি দেওয়া। তবে এবার আর কোনও লুকোচুরি চাইছেন না সারা।
বেশ কিছুদিন ধরেই শুবমান গিল ও সারা তেন্ডুলকরকে নিয়ে আলোচনা চলছে। তাঁদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক মুখরোচক পোস্ট দেখা যায়। এবার ভুয়ো ছবি দেখা গেল।
বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করলেন ভারতীয় দলের তরুণ ওপেনার শুবমান গিল। তিনি নিশ্চিত শতরান হারালেন।
ওডিআই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে লিগ পর্যায়ের ম্যাচ খেলতে ভারতীয় দল মুম্বইয়ে। সেখানেই একটি অনুষ্ঠানে দেখা গেল শুবমান গিলকে। একই অনুষ্ঠানে ছিলেন সারা তেন্ডুলকর।
শুবমান গিলের সঙ্গে সারা তেন্ডুলকরের সম্পর্ক নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে অনেকদিন ধরেই জল্পনা চলছে। সেই জল্পনা উস্কে দিচ্ছেন সারা ও শুবমান।