সংক্ষিপ্ত
শুবমান গিলের সঙ্গে সারা তেন্ডুলকরের সম্পর্ক নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে অনেকদিন ধরেই জল্পনা চলছে। সেই জল্পনা উস্কে দিচ্ছেন সারা ও শুবমান।
মুম্বই থেকে পুণের দূরত্ব বেশি দূরে নয়। বৃহস্পতিবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ ছিল। এই ম্যাচ দেখতে গিয়েছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর। তাঁকে গ্যালারিতে দেখা যায়। ভারতীয় দলের তরুণ ওপেনার শুবমান গিল যখন ব্যাটিং করছিলেন, তখন সারাকে উচ্ছ্বসিত হয়ে উঠতে দেখা যায়। তিনি উঠে দাঁড়িয়ে হাতহাতি দেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। অনেকেই শুবমানের সঙ্গে সারার সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু করে দিয়েছেন। এই ভিডিও দেখে ক্রিকেটপ্রেমীরা নানা মন্তব্য করছেন। অনেকে ঠাট্টাও করছেন।
বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে টসে হেরে প্রথমে ফিল্ডিং করে ভারতীয় দল। ভালো ফিল্ডিং করেন শুবমান। তিনি প্রথমে রবীন্দ্র জাদেজার বলে লিটন দাসের ক্যাচ নেন। এরপর শার্দুল ঠাকুরের বলে তাওহিদ হৃদয়ের ক্যাচও নেন শুবমান। তাঁকে ক্যাচ নিতে দেখেও উচ্ছ্বসিত হয়ে ওঠেন সারা। তবে তাঁর আসল উচ্ছ্বাস দেখা যায় ভারতীয় দল ব্যাটিং করার সময়। ভারতের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ব্যাটিং ওপেন করতে নামেন শুবমান। ওপেনিং জুটিতে যোগ হয় ৮৮ রান। রোহিত ৪৮ রান করে আউট হয়ে গেলেও, ৫৩ রান করেন শুবমান। তাঁর অসাধারণ ইনিংসের পাশাপাশি নজর কেড়ে নেয় সারার প্রতিক্রিয়া।
বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে ভারত। রোহিত ও শুবমানের পাশাপাশি অসাধারণ পারফরম্যান্স দেখান বিরাট কোহলি। ৯৭ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন বিরাট। তাঁর জন্যই ভারতের জয় সহজ হয়ে যায়। কে এল রাহুলও ভালো ব্যাটিং করেন। ৩৪ রান করে অপরাজিত থাকেন রাহুল। ১৯ রান করেন শ্রেয়াস আইয়ার।
চলতি ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ভারতীয় দল। পরপর ৪ ম্যাচে জয় পেয়েছেন শুবমানরা। ভারত ও নিউজিল্যান্ড ৪ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে। তবে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে নিউজিল্যান্ড। আর ৪ পয়েন্ট পেলেই ভারত ও নিউজিল্যান্ডের সেমি-ফাইনালে খেলা নিশ্চিত হয়ে যাবে।
বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় পেলেও, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চোট নিয়ে অস্বস্তিতে ভারতীয় দল। বাংলাদেশের ইনিংসের নবম ওভারে বোলিং করার সময় বাঁ পায়ে চোট পান হার্দিক। তাঁকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়। এরপর মাঠে ফিরলেও, আর খেলতে নামেননি হার্দিক। তাঁর চোট কতটা গুরুতর, সেটা এখনও স্পষ্ট নয়। বিসিসিআই-এর পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন-
Virat Kohli: ওডিআই ফর্ম্যাটে ৪৮-তম শতরান, সচিনের রেকর্ড ভাঙার পথে বিরাট
India vs Bangladesh: বিরাটের অপরাজিত শতরান, বিশ্বকাপে টানা চতুর্থ জয় ভারতের