কেরিয়ারের শেষ প্রতিযোগিতা খেলতে নামলেন কিংবদন্তী সেরেনা, প্রথম ম্যাচে পেলেন সহজ জয়
Aug 30 2022, 01:30 PM ISTইউএস ওপেন ২০২২ (US Open 2022) -এর প্রথম রাউন্ডে জয় পেলেন সেরেনা উইলিয়ামস (Serena Williams)। মন্টিনিগ্রোর ডাঙ্কা কোভিনিককে স্ট্রেট সেটে ৬-৩, ৬-৩ ব্যবধানে হারালেন কিংবদন্তী টেনিস প্লেয়ার (Legend Tennis player)।