টেবিল টেনিসে দুরন্ত শরথ কমল, দেশকে আরও একটি সোনা উপহার দিলেন ভারতীয় প্যাডলার
Aug 08 2022, 07:00 PM ISTকমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) মেনস টেবিল টেনিসের সিঙ্গেলসে সোনা (Gold Medal)জিতলেন শরথ কমল (Sharath Kamal)। ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষকে হারালেন স্ট্রেট সেটে। ৪-১ গেমে গোল্ড মেডেল ম্যাচ জিতলেন ভারতীয় প্যাডলার।