পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার বরাবরই উদ্ধত। খেলোয়াড় জীবনে তিনি বারবার বিতর্কে জড়িয়েছেন। বিশেষ করে ভারতের বিরুদ্ধে ম্যাচে তাঁর আচরণ ছিল আগ্রাসী।
টি২০ বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021) চলাকালীন, বিনা নোটিশে পদত্যাগ করায়, শোয়েব আখতারকে (Shoaib Akhtar) ১০ কোটি টাকার মানহানির মামলার নোটিশ পাঠালো পাকিস্তানের জাতীয় টেলিভিশন, পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন বা পিটিভি (PTV)।