Sourav ganguly News -

236 Stories

কী খেয়ে নিজের যৌবন ধরে রেখেছেন সৌরভ, মহারাজের ডায়েট চার্ট ফাঁস হল 'দাদাগিরি'-তে

May 27 2022, 12:50 PM IST
সম্প্রতি 'দাদাগিরি'র সিজন ৯-এ উপস্থিত হয়েছিলেন টেলিপাড়ার তরাকারা। মিঠাই পরিবারের এক সদস্য অর্পিতা মুখোপাধ্যায় সৌরভকে সরাসরি বলেন, তোমাকে বরাবরই দেখি সেই একইরকম হ্যান্ডসাম। তুমি এতটাই সুন্দর যে তোমাকে দেখেই যেন সবটা ভুলে যায়। এটা বলেই অর্পিতা মহারাজকে প্রশ্ন করেন, আমি তোমার কাছ থেকে ডায়েটটা জানতে চাই। সারাদিন কী কী খান। কী খেয়েই বা নিজেক ধরে রেখেছেন দাদা,এসব কিছুই সৌরভের থেকে জানতে চান অর্পিতা। দাদাও কোনও লুকোছাাপা করেননি, বরং হাসিমুখেই তার জবাব দিয়েছেন। সৌরভ গাঙ্গুলি বলেন, তার দিন শুরু হয় সবুজ উচ্ছের রস দিয়ে। এর পাশাপাশি খাদ্যতালিকা থেকে চিকেন, মাটন, মিষ্টি, চকোলেট সব কিছুই বাদ দিয়ে দিয়েছেন। যা শুনে সকলেই প্রায় হতবাক।

বাংলাতেও কি কথা বলতে পারেন জাহ্নবী, 'দাদাগিরি'র মঞ্চে সৌরভের সঙ্গে ছক্কা হাঁকালেন শ্রী কন্যা

May 11 2022, 08:41 AM IST
জি-বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দাদাগিরি' নিয়ে দর্শকদের উত্তেজনা সর্বদাই তুঙ্গে। শনি ও রবিবার এলেই ঠিক সময়ে টিভির পর্দায় চোখ থাকে না এমন দর্শকের সংখ্যা প্রায় হাতে গোনা। তার উপর ' দাদাগিরি' মানেই রয়েছে একের পর এক চমক। 'দাদাগিরি' এমন একটা গেম শো, যেখানে গিয়ে শুধু খেলাই নয়, বরং গোপন কেচ্ছাও ফাঁস হয় সেলিব্রিটিদের। মাঝেমধ্যেই অতিথিদের নিয়ে স্পেশ্যাল এপিসোড হয়ে থাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের 'দাদাগিরি '-তে । সম্প্রতি জি-বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দাদাগিরি '-তে বিশেষ অতিথি হিসেবে হাজির হতে চলেছেন শ্রীদেবী কন্যা তথা বলি অভিনেত্রী জাহ্নবী কাপুর।

More Trending News

Top Stories