সংক্ষিপ্ত

রাজ্য সফরে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়িতে নৈশ ভোজে যাচ্ছেন অমিত শাহ। শুক্রবার রাতে অমিত শাহের (Amit Shah) সঙ্গে সৌরভের বাড়িতে যাওয়ার কথা শুভেন্দু অধিকারীরও। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে কী খাওয়াবেন জানালেন সৌরভ।
 

বিধানসভা নির্বাচনের এক বছর পর বাংলা সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ২ দিনের সফরে একাধিক কর্মূচির কথা আগে থেকে জানা গেলেও তিনি যে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি যাবেন সেই কথা অনেকেই জানতেন না। এমনকী রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় কিছু নেতা ছাড়া এই তথ্য ছিল না কারও কাছে। বৃবস্পতিবার সৌরভের বাড়িতে অমিত শাহের নৈশভোজে যাওয়ার খবর আসতেই আলোড়ন তৈরি হয় বাংলার রাজনীতিতে। অমিত শাহের সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়কের বেহালার বাড়িতে যাওয়ার কথা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তেরও। আর এই নৈশভোজে অমিত শাহের জন্য কী খবারের আয়োজন করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়া, সেই কথা নিজেই জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট।

বিসিসিআইয়ে অমিত শাহ-র ছেলে জয় শাহ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সহকর্মী। আহমেদাবাদে অমিত শাহের বাড়িতে এর আগে একাধিকবার সৌরভকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই নিমন্ত্রণ রক্ষাও করেছিলেন সৌরভ। তবে এই নৈশভোজের পেছনে কোনও রাজনৈতিক কারণে নেই, পুরোটাই সৌজন্যমূলক সেই কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও শুক্রবার অমিত শাহ  সৌরভের বাড়িতে যাওয়ার খবরে তৈরি হয়েছিল রাজনৈতিক গুঞ্জন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বৃহস্পতিবার বলেন,'স্বরাষ্ট্রমন্ত্রী যদি সৌরভের বাড়িতে যেতে চান, তাতে সমস্যা কোথায়? আমি সৌরভকে বলব, ওঁকে মিষ্টি দই খাওয়াতে।' শুক্রবার সৌরভ নিশ্চিৎভাবে জানান যে তার বাড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। আর তার জন্য কী মেনু থাকছে সেই সম্পর্কে বলতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান,'জয় শাহ আমার সঙ্গে কাজ করে। তার বাবা আমার বাড়িতে আসছেন। এটা সৌজন্য সাক্ষাৎ। উনি নিরামিষাশী, সেই ধরনের খাবারের ব্যবস্থা করা হবে।'

আরও পড়ুনঃদশম শ্রেণীতে প্রেম, বাড়ির অমতে বিয়ে, মহম্মদ শামিকে বিয়ের আগে কে ছিল হাসিন জাহানের প্রথম বর

আরও পড়ুনঃম্যাচের আগের রাতে কতবার সেক্স করেন ডেভিড ওয়ার্নার, জবাব দিয়েছিলেন অজি তারকার বউ

প্রসঙ্গত, ২০২১ সালে বাংলার বিধানসভা ভোটে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়।  বিজেপি তরফ থেকে ভিতরে ভিতরে যে সৌরভের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল সেই জল্পনাও  শোনা গিয়ছিল। যদিও সেই সময় সক্রিয় রাজনীতির থেকে ক্রিকেটের প্রশাসনিক দায়িত্ব সামলানোকেই বেশি প্রাধান্য দিয়েছিলেন সৌরভ। নিজেকে দূরে রেখেছেন রাজনীতি থেকে। তবে কেন্দ্রের বিজেপি সরকার  হোক ও আর রাজ্যের তৃণমূল সরকার, দুই সরকারের সঙ্গেই ভালো সম্পর্ক প্রাক্তন ভারত অধিনায়কের। দিন কয়েক আগেই ইডেনে আইপিএলের ম্য়াচ নিয়ে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এবার নিজের বাড়িতে নৈশভোজে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী স্বাগত জানাতে প্রস্তুত সৌরভ।