দিনের শুরুতে কৃষি গবেষণার জন্য কাজ করা আন্তর্জাতিক শস্য গবেষণা ইনস্টিটিউটের ৫০তম বার্ষিক প্রোগ্রামে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী মোদী। পরবর্তীতে ১১ শতকের ভক্তি সাধক শ্রী রামানুজাচার্যের স্মরণে ২১৬ ফুট উচ্চতার 'স্ট্যাচু অফ ইকুয়ালিটি' উন্মোচন করতে শামশাবাদে পৌঁছান তিনি।