হৃদরোগই কি মৃত্যুর কারণ, মাত্র ৪১ বছরেই প্রয়াত বিগ বসের প্রাক্তন প্রতিযোগী তথা বিজেপি নেত্রী সোনালী ফোগাট
Aug 23 2022, 05:23 PM ISTএকের পর এক মৃত্যুসংবাদ। বলিউড ইন্ডাস্ট্রির সময়টা মোটেই ভাল যাচ্ছে না। অকালে চলে গেলেন ভারতীয় জনতা পার্টির নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগাট। বিগ বস-১৪-তে অংশ নেওয়ার পর থেকেই জনপ্রিয়তা বাড়তে থাকে সোনালির। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন সোনালি। অভিনেত্রীর পরিবারই তার মৃত্যুর খবর জানিয়েছেন। ২০১৯ সালে বিজেপির টিকিটে হরিয়ানা বিধানসভা নিবার্চনে লড়েওছিলেন সোনালি। আদমপুর কেন্দ্র থেকে কুলদীপ বিষ্ণোইয়ের বিরুদ্ধে লড়েছিলেন সোনালি। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ৪১ বছর।