• All
  • 6 NEWS
  • 3 VIDEOS
9 Stories
Asianet Image01:36

Yuvraj Singh viral post- কবে ফের মাঠে দেখা যাবে, যুবরাজের পোস্ট ঘিরে উন্মাদনা তুঙ্গে

Nov 02 2021, 08:59 PM IST

অবসর ভেঙে ফের ফিরতে চলেছেন যুবরাজ সিং (Yuvraj Singh) । ভিডিও পোস্ট করে ফেরার কথা নিজেই জানালেন যুবি। ২০১৯ সালে ক্রিকেট (Cricket) থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি। ক্যানসার জয়ী ক্রিকেট তারকা ফের ফিরতে চলেছেন মাঠে। সোমবার মধ্যরাতে একটি ভিডিও পোস্ট করেন তিনি। নিজের পুরনো খেলার একটি ভিডিও তিনি পোস্ট করেন সেখানে। পোস্টে নিজের কামব্যাকের কথা তিনি জানান। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট ঘিরে যুবি প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ফেব্রুয়ারিতেই ফিরতে চলেছেন তিনি, সেকথাও জানান। এক বিশ্বকাপের সময়ই অবসর ঘোষণা করেছিলেন তিনি। পরে পঞ্জাব ক্রিকেট সংস্থার অনুরোধে মাঠে নামতে রাজি হন তিনি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে অনুমতি মেলেনি সেই সময়। ফলে ক্রিকেট প্রেমীদের তাঁকে পুনরায় মাঠে দেখার আশা আর সে সময় পূরণ হয়নি। তবে এবার মাঠে যে তিনি নামতে চলছেন সে কথা নিজেই জানিয়ে দিয়েছেন। মাঠে নামলেও এবার তাঁকে কোন টুর্নামেন্টে দেখা যাবে তা অবশ্য এখনও জানাননি তিনি। তবে আশা করা যায় খুব শীঘ্রই সেই কথাও জানা যাবে। 

Top Stories