সংক্ষিপ্ত
গত মাসেই ভিডিও শেয়ার করে নতুন বছরের ফেব্রুয়ারিতে মাঠে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। এবার আরও একটি ভিডিও শেয়ার করে বড় সারপ্রাইজ (Surprize) দেওয়ার কথা বললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার (Former Indian Cricketer)।
যুবরাজ সিংয়ের (Yuvraj Singh)ক্রিকেটে ফেরা নিয়ে বিগত কয়েক মাস ধরেই চলছে জোর জল্পনা। গত নভেম্বর মাসের গোড়ার দিকে একটি ভিডিও শেয়ার করে সেই জল্পনা আরও উস্কে দিয়েছিলেন প্রাক্তন বাঁ-হাতি তারকা ব্যাটসম্যান। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে অবসর ভেঙে মাঠে ফেরার ইঙ্গিত দিয়েছেন যুবি। ভিডিওতে ভারতীয় জার্সিতে (Indian Jersey) খেলা তার কিছু স্মরণীয় ইনিংস বা মুহূর্ত তুলে ধরেন যুবরাজ। যেই ভিডিও তো সকলের মন ছুঁয়ে গেছিল। সঙ্গে যে বার্তা দিয়েছিলেন যুবি সেখানেই ছিল প্রধান চমক। পোস্টে যুবরাজ লিখেছিলেনন,'‘ভগবান আপনার গন্তব্য ঠিক করেন। ভক্তদের দাবিতে আমি ফেব্রুয়ারি মাসে আবার মাঠে ফিরব। আপনাদের ভালোবাসা এবং ভালো প্রার্থনার জন্য আপনাদের ধন্যবাদ। এটি আমার জন্য একটি বড় বিষয়। '
একমাসের কিছুটা বেশি সময়ের মধ্যেই আরও একটি ভিডিও শোর করলেন যুবরাজসিং। এবার শুধু ২২ গজে ফেরার ইঙ্গিত নয়, সমর্থকদের বড়সড় চমক দেওয়ার কথাওজানালেন ২০১১ বিশ্বকাপের সেরা প্লেয়ার। মঙ্গলবার টুইটারে ও ইনস্টাগ্রামে ২২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন যুবি। ভিডিওটিতে যুবির ক্রিকেট কেরিয়ারের কিছু স্মারকের ছবি দেখানে হয়েছে। সঙ্গে লেখা রয়েছে এবার আমার দ্বিতীয় ইনিংসের সময় এসেছে। এছাড়াও ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি টেনিস বলকে ড্রপ খাওয়াচ্ছেন কোনও ব্যক্তি। ধীরে ধীরে নির্দিষ্ট একটি দিকে এগিয়ে যাচ্ছেন। ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে যুবরাজের সেই ছয় ছক্কার সময় রবি শাস্ত্রীর ধারাভাষ্যের অংশ। টেনিস বল হাতে থাকা সেই ব্যক্তি একসময় যুবরাজের দরজায় টোকা মারেন। যুবরাজ দরজা খুলতেই ভিডিয়ো শেষ হয়ে যায়।যুবি ক্যাপশনে লেখেন, ‘এটাই বছরের সেই সময়। আপনারা তৈরি তো? আপনাদের সকলের জন্য বড় সারপ্রাইজ রয়েছে। দেখতে থাকুন।’
এর আগে গত মরসুমেও আরও একবার ২২ গজে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল যুবরাজ সিং। তারকা ক্রিকেটার অবসরের পর থেকেই পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যুবরাজকে অবসর ভেঙে রঞ্জি খেলার জন্য অনুরোধ করা হচ্ছিল। গত মরসুমেসই অনুরোধ ফেলতে না পেরে রাজি হয়ে গিয়েছিলেন যুবরাজ। কিন্তু বিসিসিআইয়ের অনুমতি না মেলায় শেষ পর্যন্ত যুবরাজে মাঠে ফেরা হয়নি। তবে যুবরাজকে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলার অনুমতি দিয়েছিল বোর্ড। অবসরপ্রাপ্ত ক্রিকেটার বলেই সম্মতি দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু এবার যুবরাজ সত্যিই কী মাঠে ফিরবেন না অন্য কোনও চমক রয়েছে তা দেখার অপেক্ষায় যুবি ভক্তরা।