রাজ্যের বেহাল নাগরিক পরিষেবা নিয়ে সোমবার নবান্নের বৈঠকে রীতিমত উষ্মা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জনপ্রতিনিধিদের পাশাপাশি রাজ্যের প্রশাসনিক আমলাদেরও রীতিমত ধমক দেন।
চুক্তি ভিত্তিক নিয়োগ হবে বিধাননগর পৌরনিগমে। স্যানিটারি ইন্সপেক্টর পদে নেওয়া হবে কর্মী।
জানা যাচ্ছে বুধবার সকাল পৌনে ৬টা নাগাদ কাঁকুড়গাছি রেল কেবিনের কাছে মেন লাইনের পাশে ধস নামে। লাইনের পাশে ধস নামার কারণে বুধবার সকাল থেকে বাতিল একাধিক ট্রেন।
পুলিশের বক্তব্য, “সে ফর্মাল জামাকাপড় পরে ঘুরে বেরাত এবং যেসব আবাসনে রক্ষী বেশি নেই, সেগুলির ভেতরে গাড়ি নিয়ে ঢুকে পড়ত। তার গাড়িতে মাইনে করা ড্রাইভারও রাখা ছিল।”
কল সেন্টারের মধ্যে বিদেশী ‘ক্লায়েন্ট’-দের টার্গেট করে ফোন করে ভুল বুঝিয়ে বড়সড় অঙ্কের টাকা লুঠ করা এবং এর পাশাপাশি অসহায় তরুণ তরুণীদের চাকরি দেওয়ার নামে প্রতারণা চালানো, দুইই সমান তালে চলতে থাকে এই ধরণের ভুয়ো অফিসগুলিতে।
ইন্সুরেন্স সংস্থার নাম করে ৪ কোটি টাকা প্রতারণা কাণ্ডে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ইন্স্যুরেন্স সংস্থার অভিযোগ, ৪ কোটির বেশি টাকা গ্রাহকদের থেকে সংস্থার নাম করে অন্য কোনও ব্যাংক একাউন্টে ট্রান্সফার করিয়ে নেয় কোনও এক প্রতারণা চক্র।
বিধাননর পুলিশ সূত্রে খবর, রাজস্থানের বাসিন্দা পূর্নাংশু বোস বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে তিনি চাকরির জন্য একটি অনলাইন পোর্টালে তার সিভি আপলোড করেন। সেখান থেকেই মূল ঘটনার সূত্রপাত।
ফের যেনও আরও এক দেবাঞ্জনকাণ্ড শহরে, তফাত শুধু এখানে জাল ভ্যাকসিনের বদলে জাল প্রযুক্তিবিদ্যায়। ওয়েবেল টেকনোলজি লিমিটেডের ভুয়ো ওয়েবসাইট, মেল আইডি খুলে বিধান নগর পৌর নিগমের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক।
২০১৫-র পুরভোটে ৪৭ আসনের শিলিগুড়ি পুরসভার ২৩টি ওয়ার্ডে জেতে বামফ্রন্ট।অন্যদিকে, বিধাননগরে হাসবে কোন ফুল, তা নিয়ে অপেক্ষায় সাধারণ মানুষ।
প্রতিবছর ভোট আসে যায়, কিন্তু খারাপ রাস্তা এবং বৃষ্টির জমা জল থেকে মুক্তি হয় না বলে অভিযোগ বিধাননগরবাসীর। তাই বিধাননগর পুরভোটের আগে এই দুই অন্যতম বিষয় থেকে মুক্তি চাইছে সাধারণ মানুষ।