সোডিয়ামের অভাবকে ডাক্তারি ভাষায় হাইপোনেট্রেমিয়াও বলা হয়। হাইপোনেট্রেমিয়া দুই প্রকার। প্রথমত, যখন শরীরের সোডিয়ামের মাত্রা 48 ঘন্টা বা তার বেশি সময় ধরে কমে যায়, তখন একজন ব্যক্তির দীর্ঘস্থায়ী হাইপোনেট্রেমিয়া হয়। এই ধরনের হাইপোনাট্রেমিয়ার লক্ষণ সাধারণত বিরল।