সকাল ৯টা ১০ মিনিটে রাজারহাটে দেবরাজের বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের দলটি। যদিও সেই সময় দেবরাজ বাড়িতে ছিলেন না। তাঁর বাড়ির লোক সিবিআই গোয়েন্দাদের জানিয়ে দেন, দেবরাজ বাড়িতে নেই।
প্রাথমিক তদন্তের অধীনে সিবিআই কোনও অভিযুক্তকে গ্রেফতার করতে বা তল্লাশি চালাতে পারবে না। তবে তারা তথ্য চাইতে পারে ।
টাকা নেওয়া এবং সংসদে প্রশ্ন করার মামলায় অভিযুক্ত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ঝামেলা বাড়তে চলেছে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে টুইট করে জানিয়েছেন যে তাঁর অভিযোগের ভিত্তিতে লোকপাল অভিযুক্ত সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস ও বেলা এম ত্রিবেদী ডিভিশন বেঞ্চে এই মামলা উঠেছিল। সেখানেই খারিজ হয়ে যায় গৌতম পালের রক্ষাকবচ।
সাংসদ মন্তব্য করেন, ‘কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে অবশ্যই শান্তি পাক।’ সঙ্গে বলেন, রোজ বিরোধীদলের নেতাদের এরকম হানা দুঃখজনক। এতে দেশের ভবিষ্যত খারাপ হচ্ছে।
দুপুর আড়াই নাগাদ তল্লাশি অভিযান শেষ করে সিবিআই।
রবিবার সংবাদ শিরোনামে আসে তৃণমূলের দুই দুঁদে নেতা ফিরহাদ হাকিম ও মদন মিত্রের বাড়িতে সিবিআই হানার খবর।
সিবিআই তল্লাশির চলাকালীনই ফিরহাদের বাড়ির বাইরে জড়ো হতে শুরু করেছেন তাঁর অনুগামীরা। চলছে বিক্ষোভ, দেওয়া হচ্ছে শ্লোগান।
সোমবার তৃণমূলের অবস্থান বিক্ষোভের প্রথম দিনেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং পাল্টা হুঁশিয়রি দিয়েছে বাংলার শাসকদলকে।
বিআই সূত্রের খবর, পানিহাটি, কামারহাটি, উত্তর দমদম-সহ যেকটি পুরসভায় অভিযান চালানো হয়েছিল তাদের কর্মী ও আধিকারিকদের তলব করা হয়েছে। সূত্রের খবর সংশ্লিষ্ট দের জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের বয়ানও রেকর্ড করা হবে।