। প্রতিদিন প্রায় ১৩ ঘণ্টা ধরে তাকে একটানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার আগে ও পরে তার ফোন থেকে আসা বা ফোনে রিসিভ করা সব কল খতিয়ে দেখছে সিবিআই।
আরও তৎপর সিবিআই (CBI)। আর জি কর কাণ্ডে সোমবার, কলকাতা পুলিশের (Kolkata Police) সদর দফতর লালবাজারে গেল সিবিআই-এর বিশেষ একটি দল। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে দক্ষিণ কলকাতার কিছু এলাকা ঘুরে সিবিআই-এর ঐ দলটি সোজা পৌঁছে যায় লালবাজারে (Lalbazar)।
আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। এখন সিবিআই-এর নজরে সঞ্জয়। তাকে জেরা করে আসল ঘটনা জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা।
তারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন যদি এই তথ্যটি সিবিআইয়ের কাজে লাগে, তাহলে জুনিয়র ডাক্তাররা সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
সল্টলেকের রাস্তা থেকে গাড়িতে তুলে নিয়ে গেলেও, আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এখনও গ্রেফতার করেনি সিবিআই। তবে তাঁকে বারবার জেরা করা হচ্ছে।
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের উপর নৃশংস অত্যাচারের ঘটনার প্রতিবাদে সরব সারা দেশ। সমাজের সব স্তরের মানুষ এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন।
পরপর ২ দিন জিজ্ঞাসাবাদ করা হল সন্দীপ ঘোষকে! প্রাক্তন অধ্যক্ষকে ঠিক কী কী প্রশ্ন করেছিল সিবিআই? রইল তালিকা