ধনতেরাসে কিনুন এর মধ্যে যে কোনও একটি, ফল পান হাতনাতে

  • কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ১৩তম দিনটি হল ধনতেরাস
  • দীপাবলি উৎসবের প্রথম দিনটি  হল ধনতেরাস
  • কেন এই দিনে সোনা কেনার বিশেষ চল শুরু হল
  • কেন এই দিনে ধন-সম্পদের আরাধনা করা হয়

deblina dey | Published : Oct 16, 2019 11:00 AM IST

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ১৩তম দিনটি হল ধনতেরাস। একইসঙ্গে দীপাবলি উৎসবের প্রথম দিনটি  হল ধনতেরাস। ধনতেরাসের অর্থ হল সম্পদ আর তেরাস শব্দের অর্থ হল ত্রয়োদশী। এই দিন উপলক্ষ্যে রয়েছে একাধিক কাহিনি। কেন এই দিনে সোনা কেনার বিশেষ চল শুরু হল। কেন এই দিনে ধন-সম্পদের আরাধনা করা হয় এই বিষয়ে প্রচুর পৌরানিক কাহিনি শোনা যায়।

আরও পড়ুন- আজকের এই বিশেষ দিনে স্বামীর মঙ্গল কামনায় পালন করা হয় এই ব্রত

এই বিশেষ দিনে সোনা কেনার পাশাপাশি রয়েছে রত্ন কেনার চল। জ্যোতিষ মতে, এই দিনে এই কয়েকটির মধ্যে যে কোনও একটি রত্ন কিনলেই খুলে যেতে পারে আপনার ভাগ্য। সেই রত্নগুলি হল, নীলা, গোমেদ, প্রবাল, ক্যাটসআই, চুনি, 

আরও পড়ুন- রত্ন ধারণ ছাড়াই কাটিয়ে উঠুন সমস্যা, জেনে নিন সহজ উপায়গুলি

নীলা আর্থিক সমৃদ্ধি ডেকে আনে, এই রত্ন ধারণে শনির প্রকোপ কমে। গোমেদ শত্রুনাশ হয়, একই সঙ্গে এই রত্ন পেশার সমস্ত বাধা কাটাতে সাহায্য করে। প্রবাল সৌভাগ্য সূচিত করতে সাহায্য করে। পাশাপাশি অশুভ শক্তিকে দূরে রাখে। ক্যাটসআই ধনবৃদ্ধি ঘটায়, ধার দেনা শোধে সাহায্য করে। চুনি মানসিক শান্তি বৃদ্ধিতে সাহায্য করে। এই রত্ন পারিবারিক সুখ ও ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে।

Share this article
click me!