রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা। মহালয়া হল এমন একটি দিন যেদিন পূর্বপুরুষদের বিদায় জানানোর পালা। পিতৃপক্ষের শেষে অমাবস্যা তিথিতে মহালয়া পালন করা হয়। মহালয়ার দিন বিশেষ কিছু নিয়ম রয়েছে, যা সকলেরই মেনে চলা উচিত। মহালয়ার এই বিশেষ দিনে ভুলেও করবেন না এই কাজগুলি।
রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা। মহালয়া (Mahalaya 2021) হল এমন একটি দিন যেদিন পূর্বপুরুষদের বিদায় জানানোর পালা। পিতৃপক্ষের শেষে অমাবস্যা তিথিতে মহালয়া পালন করা হয়। এই অমাবস্যা তিথিকে আবার সর্বপিতৃ অমাাবস্যা কিংবা বিসর্জনী অমাবস্যা বলা হয়। এদিন তর্পণ করে পিতৃপুরুষদের বিদায় জানানো হয়। তবে মহালয়ার দিন বিশেষ কিছু নিয়ম রয়েছে, যা সকলেরই মেনে চলা উচিত। মহালয়ার (Mahalaya 2021) এই বিশেষ দিনে ভুলেও করবেন না এই কাজগুলি।
আরও পড়ুন-Mahalaya 2021: জেনে নিন এবার কখন শুরু ও শেষ মহালয়ার অমাবস্যা তিথি এক নজরে মহালয়ার নির্ঘন্ট
আরও পড়ুন-দেবীপক্ষে ফেরাতে চান সৌভাগ্য, তবে দ্রুত কয়েকটি নিয়ম মেনে সাজিয়ে ফেলুন ঠাকুরঘর
মহালয়ার এই বিশেষ দিনে ভুলেও করবেন না এই কাজগুলি-
শাস্ত্র মতে, মহালয়ার দিন কোনও শুভ কাজ করবেন না। যেমন বিয়ের দিনক্ষণ, নতুন বাড়ি-গাড়ি না কেনাই ভাল।
যারা নতুন কোনও ব্যবসা শুরু করতে চাইছেন তার মহালয়ার দিন মোটেই করবেন না। এতে অমঙ্গল হতে পারে।
মহালয়ার এই বিশেষ দিন কোনও আমিষ খাবার না খাওয়াই ভাল। এমনকী পূর্বপুরুষের ছবির সামনেও আমিষ কোনও খাবার দেবেন না।
মহালয়ার এই বিশেষ দিনে যারা তর্পণ করবেন, তারা ভুলেও চুল-দাঁড়ি কাটবেন না।
মহালয়ায় কেই দান-দক্ষিণা চাইলে ভুলেও কিন্তু তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না।
কেউ যদি বাড়িতে খাবার চাইতে আসে তাহলে যথাসাধ্যা খাবার দেওয়ার চেষ্টা করুন।
মহালয়ার দিন খাবার দান করা ভাল। চাল, আটা, খাদ্যশস্যও দান করতে পারেন।
মহালয়ার দিনে বেলা করে স্নান না করে ভোরবেলা উঠে স্নান করে নিন।
মহালয়ার দিন গরিব-দরিদ্রদের নতুন বস্ত্র দান করতে পারেন।
এই দিন ভগবান বিষ্ণুর নাম জপ করুন। এছাড়াাও মহালয়ার দিন রামায়ণ, মহাভারত, গীতা পাঠ করা খুবই ভাল।