বাড়িতে এই তিনটি গাছ ভুলেও রাখবেন না, বাস্তু শাস্ত্র মতে এই গাছ হতে পারে অমঙ্গল কারণ

বাড়ির চারপাশের অংশও পড়ছে বাস্তু শাস্ত্রের মধ্যে। শাস্ত্রে উল্লেখ আছ একাধিক গাছের কথা। বাড়িতে সুখ, শান্তি বজায় রাখতে একাধিক গাছ লাগানোর কথা যেমন উল্লেখ আছে, তেমনই কোন গাছ লাগালে ক্ষতি হয় সে কথাও উল্লেখ রয়েছে শাস্ত্রে। বাস্তু শাস্ত্র মতে, বাড়িতে ভুলেও এই তিনটি গাছ রাখবেন না।

পরিবারে সুখ, শান্তি বজায় রাখতে বাস্তু শাস্ত্রের ওপর ভরসা করেন অনেকেই। শাস্ত্র মতে, বাড়ি বানালে কিংবা ঘর সাজালে জীবনের একাধিক জটিলতা থেকে মুক্তি মেলে। তেমনই আর্থিক অনট, পারিবারিক বিবাদ সব কিছু কেটে যায়। তবে, জানেন কি বাস্তু বলতে শুধু ঘরের দিক দর্শন ও আসবাব নয়। বাড়ির চারপাশের অংশও পড়ছে বাস্তু শাস্ত্রের মধ্যে। শাস্ত্রে উল্লেখ আছ একাধিক গাছের কথা। বাড়িতে সুখ, শান্তি বজায় রাখতে একাধিক গাছ লাগানোর কথা যেমন উল্লেখ আছে, তেমনই কোন গাছ লাগালে ক্ষতি হয় সে কথাও উল্লেখ রয়েছে শাস্ত্রে। বাস্তু শাস্ত্র মতে, বাড়িতে ভুলেও এই তিনটি গাছ রাখবেন না। 

অশ্বত্থ গাছ রাখতে নেই বাড়িতে। এই পরিবারে অমঙ্গল দেখা দেয়। এই গাছ অনেক স্থানে পুজিত হন। তবে, তা বাড়িতে রাখা উচিত নয়। এই গাছ বাড়িতে জন্মাতে দেখলে তা তুলে কোনও মন্দিরে স্থাপন করুন। এতে মিলবে উপকার। তা না হলে দেখা দেবে দারিদ্রতা। 

বাড়িতে ভুলও কুল গাছ লাগাবেন না। এতে সংসারে অমঙ্গল দেখা গিতে পারে। কুল গাছ বাড়িতে লাগালে তা থেকে নেতিবাচক এনার্জি তৈরি হয়। যা পরিবারে খারাপ প্রভাব ফেলে। সে কারণে মেনে চলুন এই বিশেষ টোটকা। ভুলেও কুল গাছ স্থাপন করবেন না বাড়িতে। 

তেঁতুল গাছ বাড়িতে স্থাপন করতে নেই।  এমনটাই উল্লেখ আছে বাস্তু শাস্ত্রে। শাস্ত্র মতে, কেউ বাড়িতে তেঁতুল গাছ লাগালে পরিবারের সদস্যদের স্বাস্থ্যহানী হতে পারে। মেনে চলুন এই বিশেষ টোটকা। ভুলেও তেঁতুল গাছ স্থাপন করবেন না। তা না হলে পরিবারে অমঙ্গল নেমে আসবে। 

জ্যোতিষ শাস্ত্রের ওপর মানুষের ভরসা বহু যুগের। নতুন কা শুরু করতে, বিয়ের আগে কুষ্টি মেলাতে কিংবা ভবিষ্যত কেমন কাটবে জানতে অনেকেই শাস্ত্রে ওপর ভরসা করে থাকেন। সেই জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হল বাস্তু শাস্ত্র। বাস্তু বলতে শুধু ঘরের দিক দর্শন নয়। বাড়ির চারপাশের অংশকেরও বোঝায়। সেই শাস্ত্র মতে, বাড়িতে এই তিন গাছ রাখতে নেই। এতে পরিবারে নেতিবাচক প্রভাব পড়ে। এই গাছ থেকে উৎপন্ন হওয়া শক্তি একাধিক অমঙ্গলের কারণ হতে পারে। এই গাছের প্রভাবে আর্থিক ক্ষতি, পরিবারের স্বাস্থ্যহানী এমনকী নানান ক্ষতি হতে পারে। তাই বাড়িতে এই কয়টি গাছ ভুলেও রাখবেন না। 

 

Latest Videos

আরও পড়ুন- প্রেমিকের মহিলা বন্ধুদের একেবার সহ্য করতে পারেন না, দেখে নিন কারা এমন স্বভাবের

আরও পড়ুন- সঙ্গীর বাড়তি ওজন নিয়ে সব সময় কটাক্ষ করেন, পার্টনারকে ফিট দেখতে চান এরা

আরও পডুন- হরিয়ালি তীজ ২০২২ জেনে নিন এই ব্রতের গুরুত্ব, তিথি ও পূজা মুহুর্ত

Share this article
click me!

Latest Videos

'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today