Astrological Tips: খারাপ স্বপ্ন দেখতে সকালে উঠে উপায় করুন, জেনে নিন কী করবেন

Published : Dec 13, 2021, 06:53 PM ISTUpdated : Dec 13, 2021, 06:54 PM IST
Astrological Tips: খারাপ স্বপ্ন দেখতে সকালে উঠে উপায় করুন, জেনে নিন কী করবেন

সংক্ষিপ্ত

জ্যোতিষ মতে, কোনও খারাপ স্বপ্ন (Dreams) দেখলে ভয় পাওয়ার প্রয়োজন নেই। সকালে উঠে উপায় করুন। জ্যোতিষ শাস্ত্রে (Astrology), একাধিক টোটকার উল্লেখ আছে।

চোখ বন্ধ করলে কখনও পৌঁছে যান পাহাড়ের কোলে, তো কখনও দেখতে পান সমুদ্রের নীল রং। কখনও অন্ধকার কুয়োর স্বপ্ন দেখেন তো কখনও দেখেন আপনি আকাশ ছুঁয়ে ফেলেছেন। স্বপ্নের রয়েছে হাজারও ব্যাখ্যা। কখনও তা সুখের, তো কখনও দুঃখের। কখনও স্বপ্ন দেখে দুঃখ হয় তো কখনও আনন্দে মন ভরে ওঠে। তবে, অধিকাংশ মানুষই ঘুম ভাঙার কিছু সময়ের মধ্যে স্বপ্ন (Dreams) ভুলে যান। তবে, সব স্বপ্ন নয়। বিশেষ করে, ভয়ের স্বপ্ন। প্রায়শই এমন স্বপ্ন দেখেন যা দেখে মন কেঁপে ওঠে। সারাক্ষণ মনে, খারাপ চিন্তা আসে। এমন হলে সকালে উঠে উপায় করতে পারেন। 

জ্যোতিষ (Astrology) মতে, স্বপ্নের একাধিক ব্যাখ্যা রয়েছে। জ্যোতিষ শাস্ত্র ছাড়াও দর্শন ও বিজ্ঞানে ব্যাখ্যা পাওয়া যায় স্বপ্নের। কারও মতে, স্বপ্ন হল অবচেতন মনের বহিঃপ্রকাশ তো কারও মতে তা ভবিষ্যতের সংকেত। জ্যোতিষ মতে, স্বপ্নে শঙ্খ কিংবা পদ্মফুল (Lotus) দেখা শুভ বলে মনে করা হয়। এই দুটো দেখার অর্থ শীঘ্রই আদায় হতে পায়ে আপনার পাওনা টাকা। আবার যদি স্বপ্ন দেখেন আপনি কুয়োয় পড়ে যাচ্ছেন, তাহলে তা ভয়ঙ্কর। জ্যোতিষ মতে, এর অর্থ হল আপনি আপনার ভবিষ্যত অন্ধকার মনে করছেন। এমনকী, যদি দেখেন ঘোড়ার (Horse) পিঠ থেকে পড়ে যাচ্ছেন, তাহলে বুঝবেন এটা অশনি সংকেত।  

আরও পড়ুন: Zodiac Sign: এই রাশির জাতকদে জীবনে প্রাক্তনের ফিরে আসার সম্ভাবনা থাকে

আরও পড়ুন: Zodiac Sign: এই রাশির জাতকরা বিয়ে করতে ভয় পায়, দেখে নিন কোন কোন রাশি রয়েছে এই তালিকায়

জ্যোতিষ মতে, কোনও খারাপ স্বপ্ন (Dreams) দেখলে ভয় পাওয়ার প্রয়োজন নেই। সকালে উঠে উপায় করুন। জ্যোতিষ শাস্ত্রে (Astrology), একাধিক টোটকার উল্লেখ আছে। স্বপ্নে পরিচিত কারও মৃত্যু হয়েছে যদি দেখেন সকালে বাসি মুখে তিন বার হাতে জল নিয়ে স্বপ্নের কথা বলুন। ভয়ের স্বপ্ন দেখলে সকালে উঠে শিবের পুজো করুন। স্নান সেরে শিবের মন্ত্র জপ করুন। ভগবান শিবকে (Lord Shiv) জানান, মনের সংশয়ের কথা। দেখবেন, সকল ভয় দূর হবে। এছাড়াও, যদি দেখেন আপনার চাকরি চলে গিয়েছে কিংবা নির্জন নদীর (River) ধারে আপনি একা বসে কিংবা স্বপ্নে অনুভব করেন আপনি হারিয়ে গিয়েছেন, তাহলে ভয় পাওয়ার প্রয়োজন নেই। সকালে উঠে স্নান সেরে দুর্গা সপ্তশতী পাঠ করুন। জ্যোতিষ মতে, এই উপায় করা শুভ। যদি কোনও অশুভ স্বপ্ন দেখে মন খারাপ হয়ে যায়, তাহলে এই উপায় করতে পারেন।
 

PREV
click me!

Recommended Stories

সুপারির গোপন শক্তি ভাগ্য-অর্থভাগ্য ও কর্মসাফল্যে বদল আনে! কীভাবে জানেন ?
Love Horoscope: আজ সঙ্গীর থেকে কিছুই লুকোবেন না! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল