Astrological Tips: খারাপ স্বপ্ন দেখতে সকালে উঠে উপায় করুন, জেনে নিন কী করবেন

জ্যোতিষ মতে, কোনও খারাপ স্বপ্ন (Dreams) দেখলে ভয় পাওয়ার প্রয়োজন নেই। সকালে উঠে উপায় করুন। জ্যোতিষ শাস্ত্রে (Astrology), একাধিক টোটকার উল্লেখ আছে।

চোখ বন্ধ করলে কখনও পৌঁছে যান পাহাড়ের কোলে, তো কখনও দেখতে পান সমুদ্রের নীল রং। কখনও অন্ধকার কুয়োর স্বপ্ন দেখেন তো কখনও দেখেন আপনি আকাশ ছুঁয়ে ফেলেছেন। স্বপ্নের রয়েছে হাজারও ব্যাখ্যা। কখনও তা সুখের, তো কখনও দুঃখের। কখনও স্বপ্ন দেখে দুঃখ হয় তো কখনও আনন্দে মন ভরে ওঠে। তবে, অধিকাংশ মানুষই ঘুম ভাঙার কিছু সময়ের মধ্যে স্বপ্ন (Dreams) ভুলে যান। তবে, সব স্বপ্ন নয়। বিশেষ করে, ভয়ের স্বপ্ন। প্রায়শই এমন স্বপ্ন দেখেন যা দেখে মন কেঁপে ওঠে। সারাক্ষণ মনে, খারাপ চিন্তা আসে। এমন হলে সকালে উঠে উপায় করতে পারেন। 

জ্যোতিষ (Astrology) মতে, স্বপ্নের একাধিক ব্যাখ্যা রয়েছে। জ্যোতিষ শাস্ত্র ছাড়াও দর্শন ও বিজ্ঞানে ব্যাখ্যা পাওয়া যায় স্বপ্নের। কারও মতে, স্বপ্ন হল অবচেতন মনের বহিঃপ্রকাশ তো কারও মতে তা ভবিষ্যতের সংকেত। জ্যোতিষ মতে, স্বপ্নে শঙ্খ কিংবা পদ্মফুল (Lotus) দেখা শুভ বলে মনে করা হয়। এই দুটো দেখার অর্থ শীঘ্রই আদায় হতে পায়ে আপনার পাওনা টাকা। আবার যদি স্বপ্ন দেখেন আপনি কুয়োয় পড়ে যাচ্ছেন, তাহলে তা ভয়ঙ্কর। জ্যোতিষ মতে, এর অর্থ হল আপনি আপনার ভবিষ্যত অন্ধকার মনে করছেন। এমনকী, যদি দেখেন ঘোড়ার (Horse) পিঠ থেকে পড়ে যাচ্ছেন, তাহলে বুঝবেন এটা অশনি সংকেত।  

Latest Videos

আরও পড়ুন: Zodiac Sign: এই রাশির জাতকদে জীবনে প্রাক্তনের ফিরে আসার সম্ভাবনা থাকে

আরও পড়ুন: Zodiac Sign: এই রাশির জাতকরা বিয়ে করতে ভয় পায়, দেখে নিন কোন কোন রাশি রয়েছে এই তালিকায়

জ্যোতিষ মতে, কোনও খারাপ স্বপ্ন (Dreams) দেখলে ভয় পাওয়ার প্রয়োজন নেই। সকালে উঠে উপায় করুন। জ্যোতিষ শাস্ত্রে (Astrology), একাধিক টোটকার উল্লেখ আছে। স্বপ্নে পরিচিত কারও মৃত্যু হয়েছে যদি দেখেন সকালে বাসি মুখে তিন বার হাতে জল নিয়ে স্বপ্নের কথা বলুন। ভয়ের স্বপ্ন দেখলে সকালে উঠে শিবের পুজো করুন। স্নান সেরে শিবের মন্ত্র জপ করুন। ভগবান শিবকে (Lord Shiv) জানান, মনের সংশয়ের কথা। দেখবেন, সকল ভয় দূর হবে। এছাড়াও, যদি দেখেন আপনার চাকরি চলে গিয়েছে কিংবা নির্জন নদীর (River) ধারে আপনি একা বসে কিংবা স্বপ্নে অনুভব করেন আপনি হারিয়ে গিয়েছেন, তাহলে ভয় পাওয়ার প্রয়োজন নেই। সকালে উঠে স্নান সেরে দুর্গা সপ্তশতী পাঠ করুন। জ্যোতিষ মতে, এই উপায় করা শুভ। যদি কোনও অশুভ স্বপ্ন দেখে মন খারাপ হয়ে যায়, তাহলে এই উপায় করতে পারেন।
 

Share this article
click me!

Latest Videos

Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo